কলারোয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
কামরুল হাসান।। কলারোয়ায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। শনিবার (১নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসারের অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ। উপজেলা সমবায় কর্মকর্তা অনিমেশ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, কলারোয়া উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান সাইফুল্ল্যাহ আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, পল্লী উন্নয়ন অফিসার এস এম এ সোহেল প্রমুখ।
সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন তবিবর রহমান, উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম আব্দুল করিম, সমবায়ী আকলিমা খাতুন, আলতাফ হোসেন।
অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক মৌসুমী আক্তার ও পরিমল কুমার দাস।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সমবায়ী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ী ও সমবায়ী প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারকসহ ক্রেস্ট উপহার দেয়া হয়।
সম্পর্কিত সংবাদ
মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই..
কামরুল হাসান।। বিএনপির প্রকাশনা সম্পাদক ও বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, অসাম্প্রদায়িকবিস্তারিত…
কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিব
কামরুল হাসান।। কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপির প্রার্থী ও বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেকবিস্তারিত…


