কলারোয়ার পাল পাড়ায় মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎযাপন
কামরুল হাসান ।। কলারোয়ায় সনাতন ধর্মালম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫০ তম আবির্ভাব তিথি( জন্মাষ্টামী) উৎযাপন করেছেন।
কলারোয়া সনাতন ধর্মীয় স্বেচ্ছাসেবক পরিষদের আয়োজনে অনাড়ম্বর পরিবেশে উত্তর মুরারীকাটি পালপাড়া দূর্গা মন্দির প্রাঙ্গনে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টামী উৎযাপনে গীতা পাঠ, ভজন কীর্তন, নাম সংকীর্তন, ভগবত পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থির মারাত্মক অবনতি ও প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের প্রানহানী ও বিভিন্ন ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় জানিয়ে স্বল্প পরিসরে অনুষ্ঠানটি করা হয়।
সোমবার(২৬ আগষ্ট) সকালে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে স্বল্পপরিসরে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান শেষে পরম করুনাময় ভগবান শ্রী কৃষ্ণের চরণে করুন প্রার্থনা জানিয়ে উপস্থিত ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সফল করতে সহযোগিতা করেন আয়োজক কমিটির আহবায়ক প্রকাশ চন্দ্র হালদার, সদস্য সচিব প্রদীপ ঘোষ ঝুনি, অর্থ সম্পাদক মাস্টার জয়দেব রায়, রতন কুমার বিশ্বাস, সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের প্রতিষ্ঠাতা অসিত কুমার ঘোষ, সভাপতি হরেন্দ্র নাথ, সাধারণ সম্পাদক মাস্টার প্রদীপ কুমার পাল, সনাতন ধর্মীয় নেতা উত্তম কুমার দে, হরিকান্ত পাল, সঞ্জয় ঘোষ, উদয় রায়, জীবন ঘোষ, গোষ্ট চন্দ্র রায়, বিধান রায়, সুজন বিশ্বাস, ভক্ত দাস, বাবু দাস, সুফল দাস, পরেশ রায়, ইদ্রজীৎ রায়, সুবোল পাল, গোপাল ঘোষ, দীপঙ্কর রায়, অমল রায়, ও গৌরাঙ্গ সোমসহ অসংখ্য ভক্তবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)ও ওফাত দিবস পালিত
এম এ আজিজ :: ইসলাূিমক ফাউন্ডেশন কলারোয়া শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ওফাতবিস্তারিত…
কলারোয়ায় বিরামহীন বর্ষণে জনজীবন স্থবির, ভেসে গেছে মাছ ও ফসলি মাঠ, জলমগ্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনপদ
কামরুল হাসান ।। নিম্নচাপজনিত টানা তিনদিনের বিরামহীন বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কলারোয়া। দমকা হাওয়ার সাথেবিস্তারিত…