কলারোয়ায় ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স এর অভিযান।। ৩০ হাজার টাকা জরিমানা

কামরুল হাসান।। কলারোয়া বাজারে ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বিজিবি। অভিযানে মেসার্স রাসেল ফার্মেসীর সত্ত্বাধিকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় কলারোয়া পৌর সদরের বিভিন্ন ফার্মেসীতে বিজিবি, ঔষধ প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করে। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রয় করছে, যা সেবনে মানুষ অসুস্থ্য এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।

ওই অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দীন আহমেদ, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, ঔষধ পরিদর্শক, ঔষধ প্রশাসন, সাতক্ষীরার বাশারাফ হোসেনসহ বিজিবি ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করায় ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ধারা মোতাবেক মেসার্স রাসেল ফার্মেসীর মালিক কাজী সামছুর রহমানকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • দলীয় নির্দেশনায় গণসংযোগে ব্যাস্ত জেলা বিএনপি নেতা আক্তারুল ইসলাম
  • কলারোয়া সীমান্তে সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় ধানদিয়ায় ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ করেন—সাবেক এমপি হাবিব
  • শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পাশে আছি থাকবো
  • বিএনপি’র লিফলেট বিতরণ করলেন মেয়র আক্তারুল ইসলাম
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে চাই…..সাবেক এমপি হাবিব