কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

হাসান।। কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে মো. হায়দার আলী বুলবুল (৩০ জুন) সোমবার দুপুরে কলারোয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের আজগার আলী তার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ জুন তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ সংবাদ প্রচার করে-তারই প্রতিবাদ স্বরুপ এই সংবাদ সম্মেলন। এসময় হায়দার আলী বলেন, একাধিক মামলার আসামি আজগার আলী গত ১৯ জুন সন্ধ্যার সময় ফেন্সিডিলের একটি চালান গয়ড়া বাজার অতিক্রম করানোর লক্ষ্যে আগে থেকে বাজারে এলোমেলোভাবে ঘোরাঘুরি করে। এতে সন্দেহ হলে প্রথমে জিজ্ঞাসা করলে তার ওপর ক্ষিপ্ত হয় এবং পরবর্তীতে বাজারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে লাঞ্ছিত করে হুমকি-ধামকি দিয়ে স্থান ত্যাগ করে। পরে সে তার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) নানা ধরণের আপত্তিকর বক্তব্য প্রকাশ করে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন যাতে আজগার আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। সাংবাদিকদের তিনি উপরোক্ত বিষয়টি বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশ করে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করার আহবান জানান। এ বিষয়ে আজগার আলীর সাথে চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা যায়নি বলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
সম্পর্কিত সংবাদ

কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার
এম এ আজিজ নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবারবিস্তারিত…

কলারোয়া সীমান্তে ভারতীয় মদ, ওষুধ ও শাড়ি উদ্ধার
কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, ওষুধ ও শাড়িবিস্তারিত…