কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

হাসান।। কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে মো. হায়দার আলী বুলবুল (৩০ জুন) সোমবার দুপুরে কলারোয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের আজগার আলী তার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ জুন তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ সংবাদ প্রচার করে-তারই প্রতিবাদ স্বরুপ এই সংবাদ সম্মেলন। এসময় হায়দার আলী বলেন, একাধিক মামলার আসামি আজগার আলী গত ১৯ জুন সন্ধ্যার সময় ফেন্সিডিলের একটি চালান গয়ড়া বাজার অতিক্রম করানোর লক্ষ্যে আগে থেকে বাজারে এলোমেলোভাবে ঘোরাঘুরি করে। এতে সন্দেহ হলে প্রথমে জিজ্ঞাসা করলে তার ওপর ক্ষিপ্ত হয় এবং পরবর্তীতে বাজারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে লাঞ্ছিত করে হুমকি-ধামকি দিয়ে স্থান ত্যাগ করে। পরে সে তার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) নানা ধরণের আপত্তিকর বক্তব্য প্রকাশ করে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন যাতে আজগার আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। সাংবাদিকদের তিনি উপরোক্ত বিষয়টি বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশ করে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করার আহবান জানান। এ বিষয়ে আজগার আলীর সাথে চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা যায়নি বলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।






সম্পর্কিত সংবাদ

  • দলীয় নির্দেশনায় গণসংযোগে ব্যাস্ত জেলা বিএনপি নেতা আক্তারুল ইসলাম
  • কলারোয়া সীমান্তে সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • কলারোয়ায় ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স এর অভিযান।। ৩০ হাজার টাকা জরিমানা
  • কলারোয়ায় ধানদিয়ায় ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ করেন—সাবেক এমপি হাবিব
  • শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পাশে আছি থাকবো
  • বিএনপি’র লিফলেট বিতরণ করলেন মেয়র আক্তারুল ইসলাম
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে চাই…..সাবেক এমপি হাবিব