বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ফুটবল পার্টনার পেল বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আগামী তিন বছর ফুটবল সরবরাহ করবে জাপানের খ্যাতনামা ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মলটেন। এই লক্ষ্যে বাফুফের সঙ্গে একটি তিন বছরের সমঝোতা স্মারক সই করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তি অনুযায়ী, মলটেন বাফুফেকে মোট ৪ হাজার ফুটবল সরবরাহ করবে, যার মধ্যে ২ হাজার ফুটবল সম্পূর্ণ বিনামূল্যে দেবে কোম্পানিটি। এতে করে ফেডারেশনের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন বাফুফের ভাইস প্রেসিডেন্ট ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম।
তিনি বলেন, ‘মলটেনের সঙ্গে আমাদের তিন বছরের একটি চুক্তি হয়েছে। তারা আমাদের চার হাজার ফুটবল দেবে, যার অর্ধেক তারা ফ্রি দিচ্ছে। এতে আমাদের বড় অঙ্কের অর্থ সাশ্রয় হবে।’
মলটেনের এশিয়া প্রধান তাকাসি ওজাকি বলেন, ‘আমরা আমাদের ব্যবসা প্রসারের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছি। এজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।’
বাফুফের আরেক ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘মলটেন যেভাবে আমাদের সহযোগিতা করছে, তা প্রশংসনীয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’
বাফুফের নির্বাহী কমিটির সদস্য নাসের শাহরিয়ার জায়েদী বলেন, ‘এই ধরনের চুক্তি ফেডারেশনের জন্য সহায়ক হবে। এভাবে এগিয়ে গেলে দেশের ফুটবলের অগ্রগতি হবে।’
সম্পর্কিত সংবাদ

হংকংকে ৩-০ গোলে হারিয়ে সেরা চারে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে এবারই প্রথম অংশগ্রহণ করছে বাংলাদেশ নারী হকি দল। প্রথম অংশগ্রহণেই টুর্নামেন্টের সুপারবিস্তারিত…

কলারোয়ায় ধানদিয়ায় ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ করেন—সাবেক এমপি হাবিব
কামরুল হাসান।। কলারোয়ার ধানদিয়া রয়েল যুব সংঘের আয়োজনে ৮ দলীয় নক আউট ফুলবল টুর্নামেন্টের ফাইনালবিস্তারিত…