সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ২০২৪-২৫ সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া কর্মকর্তা ও নবগঠিত জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে সহায়ক ভূমিকা রাখে। মুস্তাফিজ -সাবিনাসহ সাতক্ষীরার ক্রীড়ামোদী সন্তানেরা বিশ্বের দরবারে সাতক্ষীরা সুনাম ধরে রেখেছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, বিসিবির কোচ মুফাচ্ছিনুল তপু, পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মো. জাহিদ হাসান, প্রতিষ্ঠাতা পরিচালক রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও বিশিষ্ট ক্রীড়াবিদ মো. লিয়াকত হোসেন (অরুন), ক্লেমন ক্রিকেট একাডেমির পরিচালক মো. ইকরামুল ইসলাম লালু প্রমুখ। সাতক্ষীরা জেলা অফিসের উদ্যোগে এ্যাথলেটিক্স প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। বাছাই শেষে ৪০ জনকে অ্যাথলেটিকস প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা বালিয়াডাঙ্গায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ভাড়া বাসায় মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ
  • বিএনপির কন্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি: সাতক্ষীরায় গোলাম পরওয়ার
  • পাঁচ দিনে দেশে তিন ভয়াবহ আগুন
  • আমরা গদির দখলের রাজনীতি করি না, চাঁদাবাজির রাজনীতি করি না, ,দুর্নীতির ধার ধারি না- মুহাদ্দিস আব্দুল খালেক
  • ঝাউডাঙ্গা মাদ্রাসায় চলছে কর্মবিরতি
  • যারা শিবিরের বিরোধিতা করেছিল, তারা আজ ইতিহাস : জাহিদুল ইসলাম
  • মেহেরপুরের ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপু সাতক্ষীরায় আটক