কয়রাবাসীর আর একটা স্বপ্ন পুরুন

খুলনা টু দিঘির পাড় রুটে গেটলক গাড়ি চালু

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বহু প্রতিক্ষিতর খুলনা টু কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের দিঘির পাড় পর্যন্ত গেটলক গাড়ি চালু হচ্ছে ৪ মে থেকে। খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। খুলনা-পাইকগাছ-কয়রা সড়কে নিয়ন্ত্রিত গাড়ির স্টাফদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, কয়রার জনসাধারনের দাবির প্রেক্ষিতে এবং কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিনের অনুরোধে খুলনা হতে মিনিটে পাইকগাছার যে গেটলক গাড়ি ছিল তা ৪ মে হতে সরাসরি কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের দিঘির পাড় পর্যন্ত যাবে। এবং পাইকগাছা কাউন্টার হতে ৭-০২ মিনিটে গেটলক ট্রিপ ধরে খুলনায় যাবে। খুলনা থেকে ওই দিন বিকাল ৫-০৫ মিনিটের গেটলক পাইকগাছা কাউন্টারে ৭-০৫ মিনিটে পৌছাবে। এবং ৭-৩০মিনিটে পাইকগাছা কাউন্টার ত্যাগ করতে হবে। লটারীর মাধ্যমে কতৃপক্ষকে ৭-৩০ এর গেটলক ট্রিপ নির্ধারন করতে বলা হয়েছে। এবং গেটলক গাড়ীটি বাধ্যতামুলক কয়রা সদর হয়ে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের দিঘির পাড় যেতে হবে। কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন বলেন, খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে খুলনা টু কয়রা দিঘির পাড় পর্যন্ত গেটলক গাড়ি চালু করার ব্যবস্থা করা হয়েছে। গেটলক গাড়ি চালু হলে কয়রা সদর ইউনিয়ানের এক অংশের মানুষ,উত্তর বেদকাশী,দক্ষিন বেদকাশী এবং পার্শবর্তী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মানুষের যাতায়াত অনেক সহজ হবে।






সম্পর্কিত সংবাদ

  • মেহেরপুরে বিলে ডুবে ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু
  • কলারোয়ায় অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলকে ফুলেল শুভেচছা
  • কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • অল্প সময়ে পাঠকের মন জয় করে নিয়েছে দৈনিক কালবেলা
  • ময়মনসিংহে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ
  • কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতি মােকাবেলায় করনীয় বিষযে সংলাপ
  • সংসদে একক অধিপত্য বজায় রাখার জন্যই পিআর পদ্ধতির বিরোধীতা করা হচ্ছে -মাওলানা এটিএম মা’ছুম
  • রাজধানীতে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার