মিয়ানমার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়াল

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে শনিবার জানিয়েছে ক্ষমতাসীন জান্তা সরকার। আহত হয়েছে দুই হাজারেরও বেশি।

জান্তা সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবারের ৭.৭ মাত্রার ভূমিকম্পে এক হাজার দুইজন নিহত এবং দুই হাজার ৩৭৬ জন আহত হয়েছে।

এর আগে, দেশটির সামরিক নেতৃত্ব জানিয়েছিল, মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ৬৯৪ জনে দাঁড়িয়েছে। তবে সামরিক বিবৃতি অনুসারে, এই প্রাণহানি কেবল মান্দালয় শহর থেকেই ঘটেছে। আপাতত দেশব্যাপী নিহতের সংখ্যা কত হতে পারে তা এখনো স্পষ্ট নয়।

মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ভূমিকম্পে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এদিকে বিবিসি বার্মিজ জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত মান্দালয়ে ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে। আফটার শকের আশঙ্কায় মান্দালয় শহরের অনেক বাসিন্দা বাইরে রাত কাটিয়েছেন।

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং বিশ্বব্যাপী সহায়তার জন্য একটি বিরল আবেদন করেছেন। তিনি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন বলেন, ‘আমি যেকোনো দেশ, যেকোনো সংস্থা, অথবা মিয়ানমারের যেকোনো ব্যক্তিকে সাহায্যের জন্য আমন্ত্রণ জানাতে চাই।’ বিদেশী সাহায্যের জন্য সব পথ তিনি উন্মুক্ত করে দিয়েছেন বলেও জানান জান্তা প্রধান।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান ও চীন সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। সূত্র : বিবিসি






সম্পর্কিত সংবাদ

  • ৭ দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল নিয়েছে রাশিয়া
  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় উগান্ডায় ৬৩ জন নিহত
  • ১০ মাসে সমুদ্রপথে ইতালি পৌঁছেছেন সাড়ে ১৬ হাজার বাংলাদেশি
  • পালালেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারের রাষ্ট্র ক্ষমতা দখলে নিল সেনাবাহিনী
  • আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের
  • পাকিস্তানে সন্ত্রাসী হামলায় প্যারামিলিটারি-পুলিশসহ ২৩ জন নিহত
  • শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো
  • সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই