১৫ বছর লেগে যাবে গাজার ধ্বংসাবশেষ সরাতে

নিউজ ডেস্ক :: যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যে পরিমান ধ্বংসাবশেষ জমা হয়েছে, তা সরাতেই ১৫ বছর লেগে যাবে বলে জানিয়েছে জাতিসংঘ।
সংস্থাটির ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক এজেন্সি (ইউএনআরডব্লিউএ) জানায়, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমাগত হামলায় অন্তত ৪ কোটি টন ধ্বংসাবশেষের স্তূপ জমেছে। যা সরাতে লাগবে অন্তত ১৫ বছর।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৮৫ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

ইসরায়েলের এই সামরিক অভিযানে ধ্বংস হয়ে গেছে অনেক বেসামরিক স্থাপনা, আবাসিক ভবন, উপাসনালয় এমনকি হাসপাতালও।
জাতিসংঘের পরিবেশ প্রকল্প (ইউনেপ) এর দেওয়া হিসেব অনুযায়ী, ১০০টিরও বেশি ট্রাক লাগবে এই স্তূপ পরিষ্কার করতে। খরচ হবে ৫০ কোটি ডলারেরও বেশি।

এ ছাড়া এই ধ্বংসস্তূপের নিচে অবিস্ফোরিত বিস্ফোরক থাকারও শঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এতে করে প্রাণে বেঁচে যাওয়া ফিলিস্তিনিরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • কলকাতায় পার্ক স্ট্রিটে আটক বিএনপির নেতা
  • নিউ ইয়র্কে ৩৪ শিল্পী-কলাকুশলী পেলেন এটিভির আইকনিক স্টার পুরুস্কার
  • নিউ ইয়র্কে তিন যুগ পর চালু হলো ক্রেডিট কার্ডের মাধ্যমে কনস্যুলার পরিষেবা
  • ইরানের নেতা খামেনির কোমায় থাকার গুঞ্জন
  • ভারতে বাংলাদেশি নারী গ্রেপ্তার!
  • রাইট টু ফ্রিডমের নতুন নির্বাহী পরিচালক জন ড্যানিলয়েচ
  • হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন ২৭ বছরের ক্যারোলিন
  • ওবামার ওয়াশরুমে বান্ধবীর সঙ্গে সিক্রেট সার্ভিস এজেন্টের যৌনতা