সৈয়দপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে মাছ ধরতে গিয়ে সেচ পাম্পের ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে চমক রায় শুভ (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মার্চ) দুপুর ১২ টার দিকে শহরের কয়া মিস্ত্রিপাড়া বাইপাস সড়কের পাশে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। মৃত চমক রায় শহরের গোলাহাট হিন্দুপাড়ার কৃষ্ণ রায়ের ছেলে। সে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের এ বছর এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে স্কুল ছাত্র চমক রায়সহ এলাকার কয়েকজন মিলে ওই এলাকার একটি পুকুরে মাছ ধরতে যায়। এ সময় সে তার ব্যবহৃত বাই সাইকেলটি ঘাড়ে নিয়ে পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল। এ সময় ওপরে ঝুলে থাকা সেচ প্রকল্পের বৈদ্যুতিক তারের সাথে বাইসাইকেলের হ্যান্ডেলের স্পর্শ হলে এতে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে সে। বিষয়টি টের পেয়ে লোকজন তাঁকে উদ্ধার তাকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানার উপ পরিদর্শক চিত্তরঞ্জন রায় ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যবিস্তারিত…
কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০বিস্তারিত…


