সৈয়দপুরে ট্যাঙ্কলড়ীর চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::: নীলফামারীর সৈয়দপুরে তেলবাহী ট্যাঙ্কলড়ীর চাকায় পিষ্ট হয়ে শহিদুল ইসলাম ফিরোজ (৫৩) নামের মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে সৈয়দপুর শহরের উপকন্ঠে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুহনী বাজার আদর্শ পল্লী এলাকায় ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শহরের কাজীপাড়া এলাকার আব্দুল মোতালেব এর ছেলে শহিদুল ইসলাম ফিরোজ ঘটনার দিন (রবিবার) মোটরসাইকেল যোগে গোবিন্দগঞ্জ থেকে সৈয়দপুরের বাসায় ফিরছিলেন। তিনি রাত আনুমানিক ৯ টার দিকে সৈয়দপুর পার্বতীপুর সড়কের চৌমুহনী আদর্শ পল্লী এলাকায় পৌঁছেন। এ সময় পাবর্তীপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুর অভিমুখী দ্রুতগতির একটি তেলবাহী ট্যাঙ্কলড়ী (নম্বর: ঢাকামেট্টো-ড-১৪-২১৭৮) পেছন থেকে তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিঁটকে পড়লে ওই ট্যাঙ্কলড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় পরেই লোকজন ঘাতক ট্যাঙ্কলড়ীটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।
নিহত ফিরোজের সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে নুর এন্টারপ্রাইজ নামের প্লাষ্টিক সামগ্রীর একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাঁর গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলায়। তিনি সৈয়দপুর শহরের কাজীপাড়ায় এলাকার বাসায় থেকে তাঁর ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জানাজার নামাজ শেষে তাঁকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সকল আইনি প্রক্রিয়ার পর তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
« আগামী ডিসেম্বর বা পরের বছরের মার্চে হবে নির্বাচন : প্রেস সচিব (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনিতে স্কাউটস ডে-ক্যাম্প অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ
কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি :: কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতিবিস্তারিত…
অল্প সময়ে পাঠকের মন জয় করে নিয়েছে দৈনিক কালবেলা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ ফ্যাসিবাদদের রক্তচক্ষুকে চ্যালেঞ্জ করে কালবেলা অল্প সময়ে পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে। প্রতিষ্ঠার পরবিস্তারিত…


