রূপসী রূপসা নদীতে ঐতহ্যিবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

 নিউজ ডেস্ক :: তারুণ্যরে উৎসবে সামনে রখেে “এসো দশে বদলাই, পৃথবিী বদলাই” প্রতপিাদ্যে নতুন বাংলাদশে গড়ার লক্ষ্যে তারুণ্যরে উৎসবরে র্কমসূচি অংশ হসিবেে আজ অনুষ্ঠতি হল রূপসী রুপসা নদীতে বভিাগীয় প্রশাসনরে উদ্দোগ্যে ঐতহ্যিবাহী নৌকা বাইচ প্রতযিোগতিা। থৈ থৈ জল,ে ঢাক ঢোলরে তালে তাল, গ্রাম বাংলার গান আর মাঝি মাল্লার বঠৈার ছন্দে মাতযি়ে তুলছেে রূপসী রূপসা নদী। খুলনাসহ বভিন্নি অঞ্চল হতে ৮টি নৌকা অংশগ্রহণ করনে।

প্রতযিোগতিায় প্রথম স্থান অধকিার করনে- কয়রার সুন্দরবন টাইগারস। দ্বতিীয় স্থান অধকিার করনে- জয় মা কালী, টুঙ্গপিাড়া। তৃতীয় স্থান অধকিার করনে- মোবাইল, টুংগীপাড়া।প্রথম পুরস্কার- ৭৫,০০০ টাকা। দ্বতিীয় পুরস্কার- ৫০,০০০ টাকা। তৃতীয় পুরস্কার- ৩০,০০০ টাকা। নৌকাবাইচ প্রতযিোগীতা ১ নং কাষ্টমসঘাট হতে শুরু হয়ে খান জাহান আলী সতেুতে শষে হয়।

নৌকা বাইচ উপলক্ষে সকাল ১১.৩০ মনিটিে শহীদ হাদসি র্পাক হতে একটি বর্ন্যাঢ্য র‍্যালরি আয়োজন করা হয়। র‍্যালটিি ১ নং কাষ্টমঘাটে শষে হয়। র‌্যালি শষেে নৌকা বাইচ প্রতযিোগতিার শুভ উদ্ভোধন করনে প্রধান অতথিি মোহাম্মদ রজোউল মাকছুদ জাহদেী (সচবি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়)। বশিষে অতথিি হসিবেে উপস্থতি ছলিনে, সুরাইয়া আখতার জাহান (অতরিক্তি সচবি) চযে়ারম্যান, বাংলাদশে মৎস্য উন্নয়ন র্কপোরশেন । লস্কার তাজুল ইসলাম, প্রধান নর্বিাহী র্কমর্কতা, খুলনা সটিি র্কপোরশেন। রঞ্জে ডি আইজি মোঃ রজোউল হক, মোঃ জুলফকিার আলী হায়দার, পুলশি কমশিনার, মট্রেোপলটিন পুলশি,খুলনা। নগর সামাজকি ও সাংস্কৃতকি কন্দ্রেরে সভাপত-ি মোল্লা মারুফ রশীদ, সাধারণ সম্পাদক- মনরিুজ্জামান রহমি। সভাপতত্বি করনে মোঃ ফরিোজ সরকার, অতরিক্তি সচবি বভিাগীয় কমশিনার খুলনা।

প্রধান অতথিি তার বক্তব্যে বলনে, আবহমান গ্রাম বাংলার ঐতহ্যি দনি দনি হারিয়ে যেতে বসেছে আমরা আমাদরে হারিয়ে যাওয়া ঐতহ্যিকেে তুলে ধরতে চাই, এই ঐতহ্যিকেে ধরে রাখতে সবাইকে উদ্দোগী হতে হবে। নদী মাতৃক বাংলাদশেে নৌকাবাইচ লোকায়ত বাংলার লোকজ সংস্কৃতি এই সাংস্কৃতকিে ধারণ ও লালন করতে হবে আমাদের সকলকে সভাপতি তার বক্তব্যে বলনে তরুণ প্রজন্মকে মাদক থকেে দূরে রখেে উৎপাদনশীল কাজরে সাথে যুক্ত রাখতে এবং খুলনাবাসীকে নর্মিল বনিোদন উপভোগ সুযোগ করে দয়োর লক্ষ্যে এ প্রতযিোগীতার আয়োজন করা হয়ছেে , তনিি আরও বলনে  নৌকাবাইচ হচ্ছে তারুণ্যরে ঊৎসব, আমরা চাচ্ছি তারুণ্যরে শক্তকিে কাজে লাগয়িে নতুন করে বাংলাদশেটাকে সাজাতে যখোনে সহোযোগীতার নীতি প্রচার করা হব । একে অপররে সাথে আমরা সহোযোগীতা করবো এবং তারুণ্যরে শক্তিকে প্রকাশ ঘটিয়ে নতুন বাংলাদশে গড়বো।






সম্পর্কিত সংবাদ

  • সৈয়দপুরে নাশকতা মামলায় আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান জুন গ্রেফতার 
  • কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা
  • সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই
  • সৈয়দপুরে মহিলা দলের সাধারন সভা উপজেলা ও পৌর আহবায়ক কমিটি গঠণ 
  • কয়রা থানার ওসি জি এম ইমদাদুল হক খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত
  • কয়রায় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম শুরু
  • কয়রায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ১
  • পাইকগাছার আলোচিত নড়া নদীর ২য় খন্ডের দখল নিয়ে দু’পক্ষ মুখোমুখি; সংঘর্ষের আশঙ্কা পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধিঃ