আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভারী বর্ষণে অন্তত ৩৫ জন নিহত

নিউজ ডেস্ক :: বৃষ্টির জেরে বিধ্বস্ত আফগানিস্তানের পূর্বাঞ্চল। তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান কুরাইশি বদলুন এএফপিকে জানিয়েছেন, বৃষ্টি এবং বজ্রপাতের কারণে জালালাবাদ এবং নানগারহার প্রদেশের কিছু জেলায় ৩৫ জন নিহত এবং ২৩০ জন আহত হয়েছে। বেশিরভাগেরই মৃত্যু হয়েছে ঝড়- বৃষ্টির কারণে । গাছ, বাড়ির দেয়াল ধসে পড়ার কারণে। কুরাইশি বলেন, হতাহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আহতদের পাশাপাশি নিহতদের দেহ নানগারহার আঞ্চলিক হাসপাতাল এবং ফাতিমা-তুল-জাহরা হাসপাতালে আনা হয়েছে। তালেবান সরকারের একজন মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, “আমরা নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। ইসলামী আমিরাতের প্রাসঙ্গিক প্রতিষ্ঠানগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ‘ মুজাহিদ এক্সে লিখেছেন, তারা বাস্তুচ্যুত পরিবারগুলিকে আশ্রয়, খাদ্য এবং ওষুধ সরবরাহ করবেন। গত মাস দুয়েক ধরেই অস্বাভাবিক বৃষ্টিপাতে ভাসছে আফগানিস্তান।

বিপন্ন জনজীবন। প্রাণ হারাচ্ছে গবাদি পশুরাও। কয়েকটি প্রদেশে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়ে জালালাবাদ এবং নানগারহার প্রদেশের কিছু জেলায়। সঙ্গে বাড়ে ঝড় ও বজ্রপাত। আর তাতেই এই প্রাণহানি ঘটে। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

গত মে মাসেই হড়পা বানে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন আফগানিস্তানে। বিঘার পর বিঘা কৃষিজমি চলে যায় পানির নিচে, যেখানে জনসংখ্যার ৮০ % নির্ভর করে থাকে কৃষির উপর। বিশ্বের দরিদ্রতম দেশগুলির মধ্যে, আফগানিস্তান বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখোমুখি। এই বছর অত্যন্ত শুষ্ক শীতের পরে এবার অস্বাভাবিকভাবে বৃষ্টির দাপটে জেরবার দেশের মানুষ।

সূত্র : ভয়েস অফ আমেরিকা



(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য: জাতিসংঘ মহাসচিব
  • লাদাখে দিল্লির সমপরিমাণ জায়গা দখল করেছে চীন
  • মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন পারমাণবিক সাবমেরিন
  • কমলার বাক্যবাণে খেই হারালেন ট্রাম্প
  • শেখ হাসিনার পতন নিয়ে আবারও প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র
  • ২৫ ভাগ বেতন বাড়াবে বোয়িং
  • ইমরান খানের দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার
  • ভারতকে শাস্তি দিল যুক্তরাষ্ট্র রাশিয়াকে সহযোগিতা করায়