কলারোয়া সীমান্তে নারী-শিশুসহ আটক ৬, রুপিসহ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার

কামরুল হাসান:: কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে নারী-শিশুসহ ৬ জনকে আটক করেছে । উদ্ধার করেছে ভারতীয় রুপিসহ সাতটি মোবাইল ফোন।
আটককৃতদের মধ্যে ২ পুরুষ, ২ শিশু ও ২ নারী রয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে কলারোয়ার সীমান্তবর্তী সুলতানপুর গ্রামে এ আটক ও উদ্ধার অভিযানের ঘটনা ঘটে। এরা সকলেই অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসছিলো।
এ বিষয়ে কলারোয়া থানায় দাখিলকৃত এজাহারে উল্লেখ করা হয়, আটকৃতরা অবৈধভাবে ভারতে যায় এবং অবৈধভাবেই ভারত থেকে বাংলাদেশ সীমান্তে ফিরে আসে।
শুক্রবার ভোরে সুলতানপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে বাংলাদেশের দুইশ গজ অভ্যন্তরে (মেইন পিলার ১৬/৫ এসআর) সুলতানপুর গ্রামের পোতাপাড়া এলাকায় জনৈক শওকত হোসেনের আমবাগান থেকে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করা ব্যক্তিদের আটক করেন।
আটককৃতদের কাছ থেকে বিজিবি সদস্যরা রিয়েলমি, কার্বন, স্যামসাং গ্যালাক্সি, ভিভো, পোকো ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন, ভারতীয় রুপি ২০,৩৬৯ ও বাংলাদেশি ১,২০০ টাকা উদ্ধার করেন। আটককৃতরা হলো: যশোরের শার্শা থানার রাবেয়া খাতুন (৬০), গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার নিরালা বাকচি(৩২) ও সাথে ৪ বছরের শিশুপুত্র আয়ুশা, ঝিকরগাছা থানার জাকির হোসেন ও সাথে ১০ বছরের শিশু পুত্র লিয়ন এবং জামালপুর জেলার চরপুলিশা এলাকার ইসরাফিল শেখ(৩০)।
এঘটনায় শুক্রবার বিকেলে সাতক্ষীরা ৩৩ বিজিবির সুলতানপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আসলাম হাওলাদার বাদী হয়ে কলারোয়া থানায় পাসপোর্ট আইন ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে (২৫/বি) মামলা দায়ের করেন ।
কলারোয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন।।
সভাপতি শেখ সেলিম, সম্পাদক রবিউল
কামরুল হাসান।। কলারোয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কলারোয়া পশুহাট মোড় এলাকায় সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ সেলিম হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে কলারোয়া উপজেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির নেতৃবৃন্দ হলেন: সভাপতি শেখ সেলিম হোসেন, সহ-সভাপতি শাহাদাত ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান শিপন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান, প্রচার সম্পাদক সবুজ হোসেন, ক্রীড়া সম্পাদক তুহিনুর রহমান, নির্বাহী সদস্য: আমিরুল ইসলাম, হাফিজুর রহমান ও আলি হোসেন।
এ সময় কলারোয়া বাজারের পরিবেশক ব্যবসায়ীসহ সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
« বৈষম্যহীন দেশ গড়তে জামায়াতের লড়াই চালু থাকবে : ডা. শফিকুর রহমান (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ঝাউডাঙ্গায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ

কলারোয়ায় কয়লায় বিএনপি নেতা রকিব মোল্লার মতবিনিময়
কামরুল হাসান :: কলারোয়ার কয়লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপিরবিস্তারিত…

কলারোয়ায় বেকার যুবক-যুবতীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
কামরুল হাসান :: কলারোয়ায় বেকার যুবক-যুবতীদের মাঝে সিসিডিবি’র আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ‘কারিগরি প্রশিক্ষণবিস্তারিত…