বিপদে পড়া রংপুরকে টেনে তুললেন খুশদিল শাহ

নিউজ ডেস্ক :: হঠাৎ যেন আজ খেই হারিয়ে ফেলেছিল রংপুর। চেনা ছন্দের দেখা মেলেনি ইনিংসের মধ্য পর্যন্ত। ১১ দশমিক ১ ওভারে ৬৯ রানে ৪ উইকেট খুইয়ে ফেলে তারা। সেখান থেকে দলকে টেনে তুলেন খুশদিল শাহ। তার বিধ্বংসী ইনিংসে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে রংপুর।
শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামে রংপুর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৪ রান তুলেছে তারা।
শুরুতেই এদিন রংপুরকে চেপে ধরেন চট্টলার স্পিনাররা। আলিস আল ইসলাম নেন প্রথম দুই উইকেট। উদ্বোধনী জুটি ভেঙে তৌফিক খানকে (৫) ফেরানোর পর সাইফ হাসানের (১৭) উইকেট নেন তিনি।
থিতু হতে পারেননি ইফতেখার আহমেদ। ৫ বলে ৩ রান করে আরাফাত সানির ফাঁদে পড়েন এই পাকিস্তানি। আরেক ওপেনার স্টিভেন টেলর থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি, ৩২ বলে ৩৯ করেন তিনি।
সেখান থেকে দলকে একাই টানেন খুশদিল। একপ্রান্ত দিয়ে ঝড় তুলেন, তুলে নেন ফিফটি। ২৮ বলে ২ চার ও ৭ ছক্কায় খেলেন ৫৯ রানের ইনিংস। নুরুল হাসান সোহান ৮ করে আউট হন। তবে শেখ মেহেদীর ১২ বলে ১৭ রান ছিল কার্যকরী।
সম্পর্কিত সংবাদ

চিটাগংকে হারিয়ে সবার আগে ফাইনালে বরিশাল
নিউজ ডেস্ক :: চিটাগং কিংসকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটলো তামিম ইকবালের ফরচুনবিস্তারিত…

সাতক্ষীরায় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি :: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ারবিস্তারিত…