ভোমরা ইউনিয়ন জাময়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ভোমরা প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার ০৬ নং ভোমরা ইউনিয়ন জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ডিসেম্বর’২৪) রাতে ভোমরা ইউনিয়ন জাময়াত অফিসে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আনোয়ার কবির এর  উদ্বোধনী বক্তব্য ও সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি মাওঃ রোকনুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আজাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ্ব ডাঃ শফিকুল ইসলামসহ ইউনিয়ন টিম সদস্য ও রুকন ভাইয়েরা।
কর্মী সম্মেলনে ভোমরা ইউনিয়ন জামায়াতের দেড় শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন,ন্যায়-নিষ্ঠাবান, আমানতদারী, সৎ ব্যক্তি তৈরি করার নামই বাংলাদেশ জামায়াত ইসলামী। কর্মীদের ত্যাগ-তীতিক্ষার মধ্য দিয়ে অমৃত্যু ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। নিজেদের কর্মস্পৃহা বৃদ্ধি, ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ, মানন্নোয়ন,ব্যক্তির চারিত্রিক ও নৈতিকতার সংমিশ্রণের প্রতিফলন ঘটিয়ে শাহাদাতের তামান্না নিয়ে; দাওয়াতি চরিত্র নিয়ে ময়দানে বিচরণ করা।
শুশৃঙ্খলাপূর্ণ ভ্রাতত্ব মনোভাব নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পরস্পরে সংগঠনের কাজে সহযোগিতা করে ইউনিয়নকে একটি দূর্বার ঘাটি হিসাবে গড়ে তোলার আহ্বান জানান।





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
  • মাওঃ ইব্রাহিম হোসেন সরদারের মৃত্যুতে জামায়াতের শোক প্রকাশ
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
  • যুব নেতৃত্বে তাল গাছ সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ৪৪ মামলা ও বহু নির্যাতনের শিকার যুবদল নেতা আইনুল ইসলাম নান্টা
  • সাতক্ষীরায় শিল্পী কবির বিন সামাদের মাহফিলে বাধা, অকথ্য ভাষায় গালি
  • সাতক্ষীরা পলিটেকনিক ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ছয়ঘরিয়ায় বজ্রপাতে নারী শ্রমিক নিহত