বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত
নিউজ ডেস্ক :: বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ, খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে আজ ২৩ নভেম্বর শনিবার বিকেল ৩টায় এক বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়।
নগরীর পিকচার প্যালেস মোড় হতে বিক্ষোভ মিছিলটি আরম্ভ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পিকচার প্যালেস মোড়ে এসে এক গণজমায়েত হয়।
খুলনা যুব ঐক্য পরিষদের সভাপতি অলোক দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিণ্টু ও ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর আহŸায়ক পাপ্পু সরকারের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুÐু, ঐক্য পরিষদ মহানগর সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা সাধারণ সম্পাদক বিমান সাহা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, সমর কুÐু, রতন মিত্র, দেবাশিষ রায়, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক অনিন্দ্য সাহা, নিলয় মুখার্জী, বিপ্লব দাস, প্রবীর রায়, পলাশ মÐল, মৃণাল বিশ্বাস, অমিত বিশ্বাস, রঞ্জন সাহা, ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, বাবু সাহা, রাজন বিশ্বাস, ননীগোপাল, গোপাল ঘোষ, উজ্জল ব্যানার্জী, বিষ্ণু ঘোষ, ছাত্র ঐক্য পরিষদ খুলনা জেলা সভাপতি সুমন বিশ্বাস, যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ নেতৃবৃন্দ মানিক শীল, কিষানু মিস্ত্রী, বাবু শীল, গৌতম দাস, দীপ মিস্ত্রী, সুরেশ মÐল, দীপ পান্ডে বিশ্ব, অনুপ মজুমদার তপু, প্লাবন রায়, নিপা লস্কর, জ্যোতি প্রকাশ রায়, বিশ্বজিৎ সাহা, অর্জুন সরকার, জ্যোতি প্রকাশ পাইক, উজ্জল রায়, সুজন রায়, মিঠু ঘোষ, জয় বিশ্বাস, অনন্ত রায় হৃদয়, কাজল সাহা, চন্দন দে, অনামিকা সাহা তন্নি, রাজিব ঘোষ, অনিক বিশ্বাস, সাগর মজুমদার, লিটু দে, সৈকত বর্মণ, অজিত সাহা, বিশ্বজিৎ দাস, গৌরব দাস, অর্ঘ্য মÐল, মহিতোষ জোদ্দার, রাতুল দে, শুভ দে, তন্ময় সরকার, ডা. প্রণব বিশ্বাস, দীপক হোড়, বাপ্পী সাহা, মিনি দাস, নূপুর দাস, অমিত দাস, জয়দেব দাস, রাজেস রায়, রুদ্র সাহা, নয়ন সাহা, পরশ দে, সানু বিশ্বাস প্রমুখ। সভায় বক্তারা এ্যাটর্নি জেনারেলের বক্তব্য সংবিধান হতে ধর্মনিরপেক্ষতা বাদ দেয়া, কিশোরগঞ্জের হৃদয় হত্যার বিচার, চট্টোগ্রামে সাম্প্রদায়িক হামলার বিচার, নেত্রকোনায় মোহনগঞ্জে হিন্দু বাড়ি দখল, মাদারীপুর ডাসা উপজেলার শশিকর কলেজের অধ্যক্ষের পদত্যাগসহ সকল অন্যায়-অত্যাচারের দৃষ্টান্তমূলক বিচারের দাবী করেন।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ, খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে আজ ২৩ নভেম্বর শনিবার বিকেল ৩টায় এক বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়। নগরীর পিকচার প্যালেস মোড় হতে বিক্ষোভ মিছিলটি আরম্ভ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পিকচার প্যালেস মোড়ে এসে এক গণজমায়েত হয়। খুলনা যুব ঐক্য পরিষদের সভাপতি অলোক দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিণ্টু ও ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর আহŸায়ক পাপ্পু সরকারের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুÐু, ঐক্য পরিষদ মহানগর সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা সাধারণ সম্পাদক বিমান সাহা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, সমর কুÐু, রতন মিত্র, দেবাশিষ রায়, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক অনিন্দ্য সাহা, নিলয় মুখার্জী, বিপ্লব দাস, প্রবীর রায়, পলাশ মÐল, মৃণাল বিশ্বাস, অমিত বিশ্বাস, রঞ্জন সাহা, ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, বাবু সাহা, রাজন বিশ্বাস, ননীগোপাল, গোপাল ঘোষ, উজ্জল ব্যানার্জী, বিষ্ণু ঘোষ, ছাত্র ঐক্য পরিষদ খুলনা জেলা সভাপতি সুমন বিশ্বাস, যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ নেতৃবৃন্দ মানিক শীল, কিষানু মিস্ত্রী, বাবু শীল, গৌতম দাস, দীপ মিস্ত্রী, সুরেশ মÐল, দীপ পান্ডে বিশ্ব, অনুপ মজুমদার তপু, প্লাবন রায়, নিপা লস্কর, জ্যোতি প্রকাশ রায়, বিশ্বজিৎ সাহা, অর্জুন সরকার, জ্যোতি প্রকাশ পাইক, উজ্জল রায়, সুজন রায়, মিঠু ঘোষ, জয় বিশ্বাস, অনন্ত রায় হৃদয়, কাজল সাহা, চন্দন দে, অনামিকা সাহা তন্নি, রাজিব ঘোষ, অনিক বিশ্বাস, সাগর মজুমদার, লিটু দে, সৈকত বর্মণ, অজিত সাহা, বিশ্বজিৎ দাস, গৌরব দাস, অর্ঘ্য মÐল, মহিতোষ জোদ্দার, রাতুল দে, শুভ দে, তন্ময় সরকার, ডা. প্রণব বিশ্বাস, দীপক হোড়, বাপ্পী সাহা, মিনি দাস, নূপুর দাস, অমিত দাস, জয়দেব দাস, রাজেস রায়, রুদ্র সাহা, নয়ন সাহা, পরশ দে, সানু বিশ্বাস প্রমুখ।
সভায় বক্তারা এ্যাটর্নি জেনারেলের বক্তব্য সংবিধান হতে ধর্মনিরপেক্ষতা বাদ দেয়া, কিশোরগঞ্জের হৃদয় হত্যার বিচার, চট্টোগ্রামে সাম্প্রদায়িক হামলার বিচার, নেত্রকোনায় মোহনগঞ্জে হিন্দু বাড়ি দখল, মাদারীপুর ডাসা উপজেলার শশিকর কলেজের অধ্যক্ষের পদত্যাগসহ সকল অন্যায়-অত্যাচারের দৃষ্টান্তমূলক বিচারের দাবী করেন।
সম্পর্কিত সংবাদ
যশোরের শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নারী আটক
বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভালো কাজের প্রলোভনে ভারতে যাঅবৈধভাবে ওয়ার সময় দুইবিস্তারিত…
কয়রায় শাকবাড়িয়া খালে কাঠের সেতু নির্মানে আনন্দিত দুই পাড়ের মানুষ
রিয়াছাদ আলী, কয়রা,খুলনা :: খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শাকবাড়িয়া খালে সেতুর পারাপারে ঝুঁকিতে থাকাবিস্তারিত…