সাতক্ষীরায় বাড়ছে অনলাইন জুয়ায় আসক্তি, খোয়া যাচ্ছে কোটি কোটি টাকা

নিউজ ডেস্ক :: দেশে নতুন আতঙ্কের নাম অনলাইন জুয়া। এক ধরনের কৌতূহল থেকে তরুণ প্রজন্ম আকৃষ্ট হচ্ছে বিভিন্ন জুয়ার সাইটে। পাঁচ-দশ হাজার টাকার বিনিয়োগে শুরু করে লোভে পড়ে একপর্যায়ে খোয়াচ্ছে লাখ লাখ টাকা। জুয়ার এসব সাইটের অধিকাংশ পরিচালনা করা হচ্ছে রাশিয়া, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ থেকে।

অনলাইন ভিত্তিক বিদেশী জুয়া প্লাটফর্ম 1XBet এখন সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনী অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়ন এবং আশাশুনীর প্রতাপনগর ইউনিয়নে এর বিস্তৃতি ব্যাপক। এসব বিদেশি অনলাইন বেটিং এর মাধ্যমে বাংলাদেশের ব্যাপক অর্থ বিদেশে পাচার হচ্ছে। যা মানিলন্ডারিং আইনে বিচারযোগ্য অপরাধ। এসব অনৈতিক কাজে যারা জড়িত তারা সমাজের জন্যও ক্ষতিকর যার জন্য চারিদিকে অরাজকতা, ধর্ষন ও সম্পদের অবমূল্যায়ন হচ্ছে। সুনিদিষ্ট তথ্য থাকায় তাদেরকে বিচারের আওতায় আনার এবং বাংলাদেশের অর্থ সংরক্ষণের দাবি সচেতন মহলের।

এসব অনলাইন ভিত্তিক জুয়ায় প্রথমে বিদেশ থেকে বাংলাদেশে কিছু মাষ্টার এজেন্ট নিয়োগ করা হয় যাদের আওতায় কিছু সাব এজেন্ট থাকে। সাব এজেন্টরা বেটিং এর অর্থ জুয়াড়ীদের (খেলোয়ারদের )সরবরাহ করে। এবং অর্থ সরবরাহের জন্য তারা কমিশন গ্রহন করেন। পরবর্তীতে এসব খেলোয়াড়রা যে টাকা ব্যায় করে তা সরাসরি বিদেশী স্বত্বভোগীরা লাভ করে যা বাংলাদেশের বৈধ অর্থ বিদেশে পাচার বা মানি লন্ডারিং। এখানে উল্লেখ্য মাষ্টার এজেন্টরা কোম্পানীর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন এবং সাব এজেন্টরা মাষ্টার এজেন্টদের সহকারী হিসেবে কাজ করেন।দুজনেই কোম্পানীর কাছ থেকে কমিশন গ্রহন করেন। সঠিক আইনগত ব্যাবস্থা এবং বিচারের সম্মুখীন করলে এসব অপরাধ নির্মুল করা সম্ভব। কিন্তু স্থানীয় প্রশাসন বার বার ব্যার্থ হচ্ছে সেটা করতে। তাই সচেতন মহল অতি দ্রুত উদ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

খুব সহজ ভাবেই এ অপরাধীদের ধরা সম্ভব তাদের একজনকে অথবা কয়েকজনকে ধরলেই তাদের সাথে থাকা ডিভাইস থেকে তাদের মাষ্টার এজেন্ট এবং অনন্য জুয়াড়ীদের পরিচয় পাওয়া যায়।

আর একজন মাষ্টার এজেন্টকে ধরলেই তার আওতায় থাকা শতাধিক সাব এজেন্ট এর ছবি সহ পরিচয় পাওয়া যাবে তার সাথে থাকা ডিভাইস এ। তাদের হোয়াটসঅ্যাপ যাচাই করলে এসব তথ্য পাওয়া যাবে এবং তাদের 1XBetএজেন্ট এ্যাপসের ড্যাশবোর্ড থেকে বিপুল পরিমান অর্থের ডিস্ট্রিবিউশন ও লেনদেনের তথ্যও পাওয়া যাবে।






সম্পর্কিত সংবাদ

  • ঘোজাডাঙ্গা স্থলবন্দর অবরুদ্ধ থাকায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
  • মানবাধিকার দিবসে সাতক্ষীরাতে জামায়াতের আলোচনা সভা
  • সাতক্ষীরায় জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’র উদ্বোধন
  • সাতক্ষীরায় শহীদ পরিবারের সদস্যদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা
  • সাতক্ষীরায় জামায়াতের ৭ উপজেলা আমীরগণের শপথ
  • সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস পালিত
  • সাতক্ষীরা কলেজে প্লাটিনাম জয়ন্তীর ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন
  • ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার বলাডাঙ্গা চ্যাম্পিয়ন