বাংলাদেশে হিন্দুরা নিরাপদে থাকবে আশা মোদির

নিউজ ডেস্ক :: প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদি আশা প্রকাশ করেন যে, পরিস্থিতি শিগগির স্বাভাবিক হবে।

তিনি বলেন, ‘আমরা আশা করি সংখ্যালঘুরা, হিন্দুরা নিরাপদে থাকবে। আমরা বাংলাদেশের অগ্রগতির পথের অংশীদার হব।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকারের পতনের পর এই প্রথম বাংলাদেশ নিয়ে জনসমক্ষে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী।নরেন্দ্র মোদি বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। তিনি বলেন, ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে আশা মোদির হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।

এর আগে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান মোদি। এ ছাড়া গত বুধবার বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন।

গত ৫ আগস্ট ছাত্র গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। বর্তমানে সেখানেই তিনি অবস্থান করছেন।






সম্পর্কিত সংবাদ

  • সেনাবাহিনীর কোনো এজেন্ডা নেই: পাকিস্তান আইএসপিআর
  • কমলার ‌‌‘সংক্রামক’ হাসিতে মুগ্ধ পুতিন যা বললেন
  • ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মিশেল বার্নিয়ে
  • দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠন জাতিসংঘের
  • যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪, গ্রেপ্তার ১৪ বছরের কিশোর
  • জিম্মিদের মৃত্যু ঠেকাতে না পারায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু
  • ৭ অক্টোবরের হামলায় হামাসের ছয় নেতাকে দায়ী করলো যুক্তরাষ্ট্র
  • রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৫১