বাংলাদেশে হিন্দুরা নিরাপদে থাকবে আশা মোদির
নিউজ ডেস্ক :: প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদি আশা প্রকাশ করেন যে, পরিস্থিতি শিগগির স্বাভাবিক হবে।
তিনি বলেন, ‘আমরা আশা করি সংখ্যালঘুরা, হিন্দুরা নিরাপদে থাকবে। আমরা বাংলাদেশের অগ্রগতির পথের অংশীদার হব।’
গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকারের পতনের পর এই প্রথম বাংলাদেশ নিয়ে জনসমক্ষে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী।নরেন্দ্র মোদি বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। তিনি বলেন, ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে আশা মোদির হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।
এর আগে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান মোদি। এ ছাড়া গত বুধবার বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন।
গত ৫ আগস্ট ছাত্র গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। বর্তমানে সেখানেই তিনি অবস্থান করছেন।
সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন চীনের প্রেসিডেন্ট, পাননি মোদি
নিউজ ডেস্ক :: নবানির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেনবিস্তারিত…
গাজাকে নিজ পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক : এরদোয়ান
নিউজ ডেস্ক :: গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান বলেছেন, গাজাকেবিস্তারিত…