বাংলাদেশে হিন্দুরা নিরাপদে থাকবে আশা মোদির

নিউজ ডেস্ক :: প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদি আশা প্রকাশ করেন যে, পরিস্থিতি শিগগির স্বাভাবিক হবে।

তিনি বলেন, ‘আমরা আশা করি সংখ্যালঘুরা, হিন্দুরা নিরাপদে থাকবে। আমরা বাংলাদেশের অগ্রগতির পথের অংশীদার হব।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকারের পতনের পর এই প্রথম বাংলাদেশ নিয়ে জনসমক্ষে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী।নরেন্দ্র মোদি বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। তিনি বলেন, ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে আশা মোদির হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।

এর আগে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান মোদি। এ ছাড়া গত বুধবার বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন।

গত ৫ আগস্ট ছাত্র গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। বর্তমানে সেখানেই তিনি অবস্থান করছেন।






সম্পর্কিত সংবাদ

  • সীমান্তে উত্তেজনা : নয়া দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে পাল্টা তলব
  • প্রবাসীদের সুখবর দিল সৌদি আরব
  • টিউলিপকে বহিষ্কার করছে ব্রিটিশ সরকার!
  • ২০ জানুয়ারির আগেই যুদ্ধ সমাপ্তির আশা হামাসের
  • দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা
  • ওয়াশিংটন ডিসির ডুয়াফি’র সভাপতি ইসরাত সম্পাদক ডরথী
  • বিএসএফ’র হাতে আটক ১৪ বাংলাদেশী ভারতের কারাগারে
  • নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা