ফের ৫ কোটি টাকা দাবি করে সালমানকে হত্যার হুমকি

নিউজ  ডেস্ক  ::  এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হত্যার হুমকি পেলেন বলিউড ভাইজান সালমান খান। মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোলরুমে মেসেজ পাঠিয়ে সেখানে বলা হয়, বেঁচে থাকতে চাইলে পাঁচ কোটি দিতে হবে অথবা আমাদের (বিষ্ণোইদের) মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে।  কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান।

আতঙ্ক বাড়ে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে। দশেরার দিন বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়। পূর্ব বান্দ্রায় বাজি ফাটাচ্ছিলেন এনসিপি নেতা। সেই সময়ই তার উপরে দুষ্কৃতীদের হামলা হয়। আচমকাই ঘটনাস্থলে হাজির হয় তিন দুষ্কৃতী। তারা লাগাতার গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সিদ্দিকির।

ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বন্ধুর মৃত্যুসংবাদ পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন সালমান।  শোনা যায়,  ভেঙে পড়েছেন সালমান। তবুও হুমকির শেষ নেই। এর আগে হুমকি বার্তা পাঁচ কোটি টাকার দাবি করা হয়েছিল। সেই ঘটনার অভিযুক্ত হিসেবে জামশেদপুরের এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যেই আবার কিছুদিন আগে আবার সালমান খান ও বাবা সিদ্দিকির ছেলে তথা মুম্বইয়ের বান্দ্রা-পূর্ব আসনের বিধায়ক জিশান সিদ্দিকিকে হুমকি দেওয়ার অভিযোগে নয়ডা থেকে ২০ বছরের এক যুবককে আটক করা হয়।

এর পরও হুমকির পালা অব্যাহত। গত ৩০ অক্টোবর মুম্বই পুলিশের কন্ট্রোল রুমেই সালমানের প্রাণনাশের হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়েছিল। সেই সময় দুই কোটি টাকা চাওয়া হয়েছিল। এবারে টাকার পরিমাণ পাঁচ কোটি। আর এই হুমকি লরেন্স বিষ্ণোইর ভাইয়ের নাম করে দেওয়া হয়েছে বলেই জানা যায়। ইতিমধ্যেই বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র : মানবজমিন






সম্পর্কিত সংবাদ

  • গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান
  • শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে
  • আর্টসেল ও অ্যাভয়েডরাফার অনন্য পরিবেশনায় গ্লেনরিচ উত্তরা রকফেস্ট অনুষ্ঠিত
  • বাংলাদেশে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন
  • শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে
  • ‘এখন যৌবন যার’ গানের ভিডিও দেখে যেতে পারলেন না কবি হেলাল হাফিজ
  • চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা
  • আসিফ ইকবাল সভাপতি ও জয় শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত