সারা দেশে পল্লী বিদ্যুতের শাটডাউন অন্ধকারে কোটি কোটি গ্রাহক

নিউজ  ডেস্ক :: পল্লী বিদ্যুতের ২০ কর্মকর্তার নামে মামলা ও চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের প্রতিবাদে সারা দেশে বিদ্যুৎ সেবা বন্ধ করে শাটডাউন আন্দোলন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে অন্ধকারে রয়েছেন জেলার সকল উপজেলার পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রাহকরা। এরই অংশ হিসেবে হবিগঞ্জের ৯টি উপজেলার গ্রাহকরাও বিদ্যুৎহীন রয়েছেন। অন্ধকারে নিমজ্জিত রয়েছে সারা জেলা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার গ্রাহকরা।

পল্লী বিদ্যুতের এক প্রেস ব্রিফিং এ জানা যায়, পল্লী বিদ্যুতের ২০ কর্মকর্তার নামে মামলা ও চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের প্রতিবাদে চেয়ারম্যানের অপসারণ দাবিতে আন্দোলন করে আসছিলেন তারা। কিন্তু এতে কোন সাড়া দেয়নি আরইবি। সর্বশেষ বৃহস্পতিবার তারা ১২ ঘণ্টার আল্টিমেটাম দেন তাদের দাবি পূরণ করতে। এতে কোন সাড়া না পেয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধের ঘোষণা দেন আন্দোলনকারীরা। তারা জানান, দেশের ১৪ কোটি মানুষের বিদ্যুৎ সেবা দিয়ে আসছে পল্লী বিদ্যুতের ৪৫ হাজার কর্মচারী-কর্মকর্তা। আজ থেকে সবাই কর্মবিরতি পালন করে বিদ্যুৎ সেবা বন্ধ রাখা হবে।

ওসমানীনগরে বন্ধ করে দেয়া হলো পল্লী বিদ্যুৎ সরবরাহ
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে  পল্লী বিদ্যুতের সকল সঞ্চালন লাইন। বৃহস্পতিবার দুপুর  ২টার দিকে থেকে উপজেলায় হঠাৎ করেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন পল্লীবিদ্যুৎ সমিতির কর্মীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। উপজেলার বড়ইসব পুর গ্রামের গ্রাহক আব্দুর রব মিলন বলেন, তাদের (পল্লীবিদ্যুৎ) আন্দোলন সংগ্রাম যাই চলুক না কেন, কোনো রকম পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়াটা ঠিক হয়নি। এতে আমরা গ্রাহকরা চরম দুর্ভোগে পড়ে গেছি।তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সূত্র :মানবজমিন নিউজ

 

 






সম্পর্কিত সংবাদ

  • জুলাই অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচার করুন
  • প্রায় সকল দলই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনে আগ্রহী : আলী রীয়াজ
  • আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কয়রায় গরুর পঁচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ১০ দিনের কারাদন্ড ও জরিমানা
  • দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
  • শেষ হলো বাংলাদেশ থেকে হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন ৮৫১৬৪ হজযাত্রী
  • চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন
  • আমার নতুন পথচলা শুরু, রাজপথেই থাকব: এটিএম আজহার