সনাতন ধর্মাবলম্বীদের পূজায় অতন্দ্র প্রহরী মতো কাজ করছে বিএনপি
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::শারদীয় দুর্গাপূজা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে পাইকগাছা বিএনপির দলীয় নেতৃবৃন্দ সহ তৃণমূল নেতাকর্মীরা।
ইতোমধ্যে দলটির পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে ১০ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার মন্দির কমিটির নেতৃবৃন্দ, পূজা পরিষদ নেতৃবৃন্দ এবং পুলিশ ও প্রশাসন সহ সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় করা হয়েছে। এছাড়া পৃথক পৃথক মনিটরিং ও সেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির সদস্য কাজ শুরু করেছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত বিএনপির প্রতিটি নেতাকর্মী দিনরাত কাজ করবে। কোন অপপ্রচার এবং অপশক্তি পূজার কোন কাজ এবং ধর্মীয় অনুষ্ঠান বিঘ্নিত করতে পারবে না। সকল ষড়যন্ত্র প্রতিহত করার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বলে জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। দলটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে পৃথক মতবিনিময়কালে এসব কথা বলেন।
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন ডাঃ আব্দুল মজিদ ও এসএম এনামুল হকের নেতৃত্বাধীন বিএনপির দু’টি অংশ। পৌরসভা বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল, সাবেক জেলা সদস্য অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, গাজী মুজিবর রহমান, আবু হাসান, সায়েদ আলী বাবলা, আবু হুরায়রা বাদশা, শহিদুর রহমান, কাজী মুজিবর রহমান, মোস্তাকিম গাজী, সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, আবু হুরায়রা বাদশা, শহিদুর রহমান, লুৎফর রহমান, নুরালী গোলদার, সরোজিৎ ঘোষ দেবেন ও ওবায়দুল্লাহ সরদার।
অপরদিকে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বারবার নির্ববাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক। বক্তব্য রাখেন সাবেক যুবদলের সাধারন সম্পাদক শেখ বেনজির আহমেদ লাল, যুবদলের আহŸায়ক তৌহিদুজ্জামান মুকুল, সেচ্ছাসেবক দলের আহŸায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, কাউন্সিলর ও যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, আনোয়ারুল কাদীর, সাইফুল ইসলাম তারিক, আব্দুল হাকিম, পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, ইউনুস মোল্লা ও রাজিব নেওয়াজ।
সম্পর্কিত সংবাদ
শ্যামা পূজা উপলক্ষে ৯টি উপজেলা ও ২টি পৌরসভায় খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা পরিক্রমা
নিউজ ডেস্ক :: শ্যামা পূজা উপলক্ষে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ জেলার ৯টি উপজেলা ওবিস্তারিত…
পাইকগাছায় ৫৩ তম জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় ৫৩ তম জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভাবিস্তারিত…