র‍্যাংকিংয়ে উন্নতি ফাহিমা-রাবেয়ার, অবনতি জ্যোতির

নিউজ  ডেস্ক :: স্কটল্যান্ডকে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করে বাংলাদেশ। ওই ম্যাচ জয়ে বড় ভূমিকা ছিল বোলারদের। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও বোলাররা ঠিকই ধারাবাহিকতা ধরে রাখেন। সেই সুবাদে টি-টোয়েন্টি বোলার র‍্যাংকিংয়ে দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুনের উন্নতি হয়েছে।

মঙ্গলবার মেয়েদের টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। স্কটল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ২০ রান খরচায় একটি উইকেট নেন রাবেয়া। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আরও কৃপণ বোলিং করেন ১৯ বছর বয়সী এই লেগ স্পিনার। ৪ ওভারে ১৫ রানে নেন একটি উইকেট। ধারাবাহিক পারফরম্যান্সে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছেন রাবেয়া। তিনি ছাড়া সেরা ২৫-এর মধ্যে নেই আর কোনো বাংলাদেশি বোলার।

আর স্কটল্যান্ডের বিপক্ষে এক উইকেট নেওয়া ফাহিমা ইংলিশদের বিপক্ষে শিকার করেন ২টি উইকেট। দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে ১৩ ধাপ এগিয়েছেন ৩১ বছর বয়সী অভিজ্ঞ এই লেগ স্পিনার, ৪৫ নম্বরে আছেন তিনি। দুই ধাপ করে পিছিয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তার। নাহিদা ২৭ ও মারুফা ৩১ নম্বরে আছেন।

বোলারদের র‍্যাংকিংয়ে সবার ওপরে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের স্পিনার সোফি এক্লেস্টন। অল্প সময়ের জন্য হলেও শীর্ষে উঠে ইতিহাস গড়েছেন পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার সাদিয়া ইকবাল। খানিক পরই আবার তিনি দুইয়ে নেমে যান।

এ ছাড়া ইংল্যান্ডের আরেক স্পিনার সারা গ্লেন এক ধাপ এগিয়ে ৩ নম্বরে, অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলে গার্ডনার তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে এবং পেসার মেগান শুট ৯ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন।

টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১ ধাপ পিছিয়ে ১৪ নম্বরে নেমে গেছেন। তিনি ছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটারই সেরা ৫০–এর ভেতর নেই। ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষ দুটি স্থান ধরে রেখেছেন অজি তারকা বেথ মুনি ও তালিয়া ম্যাকগ্রা। দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক লরা উলভার্ট। বিশ্বকাপের দুই ম্যাচে তিনি ১০১ রান করেছেন।

তার সতীর্থ তাজমিন ব্রিটস ২ ধাপ এগিয়ে ৬ নম্বরে জায়গা করে নিয়েছেন। এ ছাড়া নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার সুজি বেটস ২ ধাপ এগিয়ে সপ্তম ও ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর ৪ ধাপ এগিয়ে উঠেছেন ১২ নম্বরে।






সম্পর্কিত সংবাদ

  • ১৮ রানের জয়ে সেমিফাইনালে বাংলাদেশ
  • ধবলধোলাই হয়ে নাজমুল, ‘এভাবে চলতে থাকলে এ রকম ফলাফলই হবে’
  • অধিনায়কত্ব আমি সবসময় উপভোগ করি: নাজমুল শান্ত
  •  আবারো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • অন্তিম মুহূর্তে রোনালদোর পেনাল্টি মিস, কিংস কাপ থেকে বিদায় নাসরের
  • রদ্রির হাতেই উঠলো এবারের ব্যালন ডি’অর
  • বিসিবি চাইলে নেতৃত্ব দিতে তৈরি আছেন তাইজুল
  • ৭ গোলে বড় জয় বাংলাদেশের