শরীরে র্যাশ বা দানা দেখা গেলে যা করবেন

নিউজ ডেস্ক :: হঠাৎ করেই ঘুম থেকে উঠে দেখলেন শরীরের বিভিন্ন অংশে লাল লাল দানা উঠেছে। বুঝে উঠতে পারছেন না কীভাবে হলো, কেনই-বা হলো। এটাকে আমরা স্কিন র্যাশ বলে থাকি। শরীরে র্যাশ ত্বকের কোনো সমস্যা বা বিভিন্ন সংক্রমণ থেকে হতে পারে। র্যাশের ধরন ও কারণ অনুযায়ী চিকিৎসা ভিন্ন হতে পারে। কিছু সাধারণ চিকিৎসার মাধ্যমে প্রাথমিকভাবে কমানো যেতে পারে।
ত্বক পরিষ্কার রাখা
ঠান্ডা পানি দিয়ে আক্রান্ত স্থানের ত্বক ধুয়ে ফেলুন। ত্বকের র্যাশে চুলকানি থাকলে খুব বেশি ঘষাঘষি করবেন না।
অ্যালার্জি এড়ানো
নতুন প্রসাধনী, কাপড়ের ডিটারজেন্ট বা কোনো খাবারে অ্যালার্জি থাকলে তা ব্যবহার করা বন্ধ করুন।
শীতল সেঁক
র্যাশের জ্বালাপোড়া বা চুলকানি কমানোর জন্য শীতল সেঁক কার্যকর। একটি পরিষ্কার কাপড়ে বরফ বা ঠান্ডা পানি নিয়ে আক্রান্ত স্থানে লাগাতে পারেন।
যদি র্যাশ বেশি চুলকায় বা অস্বস্তি তৈরি করে, তাহলে অ্যান্টিহিস্টামিন ওষুধ বা ক্যালামাইন লোশন ব্যবহার করতে পারেন। ত্বকের প্রদাহের জন্য অ্যান্টিবায়োটিক মলম প্রয়োগ করা যায়, তবে এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড–জাতীয় ওষুধ ব্যবহার করবেন না। বেশি বেশি পানি পান করতে হবে। শরীরে হাইড্রেশন বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করা গুরুত্বপূর্ণ। ত্বককে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে এবং সুস্থ ত্বক বজায় রাখতে সহায়তা করে।
সম্পর্কিত সংবাদ

ঈদ উপলক্ষে স্যামসাং স্মার্টফোনে দুর্দান্ত মূল্যছাড়
ঢাকা, ২৩ মার্চ, ২০২৫:: আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে স্যামসাং। দুর্দান্ত এ অফারেরবিস্তারিত…

সবজি থেকে কীটনাশক দূর করার উপায়
ভেজালের এই যুগে সব ধরনের শাক-সবজিতে মেশানো থাকে রাসায়নিক। এগুলো শরীরের জন্য একদমই ভালো নয়।বিস্তারিত…