৫ প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃত ঋণখেলাপি ঘোষণা করলো ন্যাশনাল ব্যাংক

নিউজ ডেস্ক :: ৫ প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে ঘোষণা করলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড। গত ২রা অক্টোবর ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সাদ মুসা গ্রুপ ও এর অপর সহযোগী প্রতিষ্ঠান রেডিয়াম কম্পোজিট টেঙটাইল মিলস লি., এফএমসি ডকইয়ার্ড লি. ও এর অপর সহযোগী প্রতিষ্ঠান ফ্রেন্ডস মাল্টি ট্রেড করপোরেশন এবং ব্রডওয়ে রিয়েল এস্টেট লি.কে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।

এসব প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ ৫ হাজার ৬২৪ কোটি টাকা। ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত নির্দেশনা পরিপালন করে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে সাদ মুসা গ্রুপ, আগ্রাবাদ শাখা, খেলাপি ঋণের পরিমাণ ২ হাজার ২৮১ কোটি ২৭ লাখ ও এর অপর সহযোগী প্রতিষ্ঠান রেডিয়াম কম্পোজিট টেঙটাইল মিলস লি., দিলকুশা শাখা খেলাপি ঋণের পরিমাণ ৯৮৬ কোটি ৯৬ লাখ, এফএমসি ডকইয়ার্ড লি. দিলকুশা শাখা খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ২৩৯ কোটি ৩৩ লাখ ও এর অপর সহযোগী প্রতিষ্ঠান ফ্রেন্ডস মাল্টি ট্রেড করপোরেশন দিলকুশা শাখা খেলাপি ঋণের পরিমাণ ৩৭৬ কোটি ১৬ লাখ, ব্রডওয়ে রিয়েল এস্টেট লি. মহাখালী শাখা খেলাপি ঋণের পরিমাণ ৭৪১ কোটি ৩২ লাখ টাকা।

এসব প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে ব্যাংকটি। পর্ষদ কর্তৃক তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থানের চেতনায় এগিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার
  • চট্টগ্রামে কোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ, গ্রেপ্তার ২
  • ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জন্য বিক্ষোভ ও সংহতি সমাবেশ
  • যশোরে ইঞ্জিন ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত 
  • নকল বিড়ি-সিগারেটসহ অবৈধ সিন্ডিকেট চক্রের ১ সদস্য আটক
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৩৪৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ   তামাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য
  • রাজনৈতিক হয়রানিমূলক ৬২০২ মামলা প্রত্যাহারের সুপারিশ
  • রোহিঙ্গাদের পাশে থাকবে জাতিসঙ্ঘ