বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ নানা দাবিতে কলারোয়ায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ

কামরুল হাসান :: সারাদেশের সাথে একযোগে কলারোয়ায় উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ নানা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলা মোড়ে যশোর-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের সমন্বয়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের সময় অনুষ্ঠিত আলোচনায় শিক্ষা কর্মকর্তা ও  শিক্ষকমন্ডলী শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দুরীকরণে মাধ্যমিক স্তরের বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণ পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা কমিশন গঠনের দাবীসহ নানা বৈষম্যের কথা তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবদীন, মাদ্রাসা শিক্ষক পরিষদের  সাতক্ষীরা জেলার সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সুপার মোঃ আব্দুল মোনায়েম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।  মানববন্ধন শেষে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলামের অফিস কক্ষে যেয়ে তাঁর মাধ্যমে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও সচিব বরাবর স্মারকলিপি পেশ করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীনের নেতৃত্বে বেসরকারি শিক্ষক নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুল করিম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক বাবর, প্রধান শিক্ষক আ.সাত্তার, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, মাওলানা আলমগীর হোসাইন, উপাধ্যক্ষ আব্দুল মালেক, সুপার আ.সাত্তার, সুপার মজিবর রহমান,  সুপার এএসএম ইদ্রিস আলী, সুপার আলতাফ হোসেন, ভারপ্রাপ্ত সুপার মাওলানা ইসমাইল হোসেন, সুপার আব্দুল মোমিন,
সহকারী শিক্ষক সালাহউদ্দিন ফারুক, তজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় এবার নতুনরূপে ৩৯ মণ্ডপে আড়ম্বরেই হচ্ছে দুর্গাপূজা
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন :: আহবায়ক সঞ্জু, যুগ্ম আহবায়ক সাজেদ
  • কলারোয়ায় জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়ার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় পূজা মন্দিরের নেতৃবৃন্দের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময়
  • সন্তানের প্রতি মা-বাবার যে দায়িত্ব কর্তব্য থাকে, শিক্ষকতা তেমন ভাবেই করেছি-  অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুলতানা কামরুন্নেছা
  • সন্তানের প্রতি মা-বাবার যে দায়িত্ব কর্তব্য থাকে, শিক্ষকতা তেমন ভাবেই করেছি
  • আসুন আমরা ইসলামী আদর্শ প্রতিষ্টায় তৎপর হই : অধ্যক্ষ ইজ্জত উল্লাহু