বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবুল হাসান এর দাফন সম্পন্ন

এস.এম আব্দুল্লাহ :: কলারোয়ার বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওঃ আবুল হাসান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৫৫ বছর। তিনি স্ত্রী পুত্র কন্যা সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯:২৪ মিনিটে রাজধানীর ঢাকা হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসকেরা।

বুধবার বাদ আছর স্থানীয় হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রথম, বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

কর্মজীবনে তিনি দীর্ঘদিন বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সহ সুপার ও সুপারিন্টেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অসংখ্য আলেমের উস্তাদ মাওলানা আবুল হাসানের মৃত্যুতে সহকর্মী শিক্ষকবৃন্দ-ছাত্র-ছাত্রীবৃন্দ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এছাড়াও তার মৃত্যুতে কলারোয়া উপজেলা প্রশাসন, উপজেলা জামায়াত, কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসা কতৃপক্ষ, কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসা কতৃপক্ষ, সীমান্ত প্রেসক্লাব কতৃপক্ষ, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কতৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ার কাজীরহাটে যুবদলের কর্মী সমাবেশ 
  • কলারোয়ায় ৯ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আংশিক আহবায়ক কমিটি গঠন
  • কলারোয়া পৌর যুবদলের  মতবিনিময় সভা
  • কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা ০১ নং ওয়ার্ডের বি এন পির মতবিনিময় সভা
  • কলারোয়ায় দোকান মালিকের বিরুদ্ধে কর্মচারীর মায়ের সংবাদ সম্মেলন
  • কলারোয়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় ইসলামী আন্দোলনের অফিস উদ্বোধন
  • কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল এর পিতা শতবর্ষী আকবর গাজী আর নেই