বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবুল হাসান এর দাফন সম্পন্ন

এস.এম আব্দুল্লাহ :: কলারোয়ার বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওঃ আবুল হাসান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৫৫ বছর। তিনি স্ত্রী পুত্র কন্যা সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯:২৪ মিনিটে রাজধানীর ঢাকা হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসকেরা।

বুধবার বাদ আছর স্থানীয় হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রথম, বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

কর্মজীবনে তিনি দীর্ঘদিন বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সহ সুপার ও সুপারিন্টেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অসংখ্য আলেমের উস্তাদ মাওলানা আবুল হাসানের মৃত্যুতে সহকর্মী শিক্ষকবৃন্দ-ছাত্র-ছাত্রীবৃন্দ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এছাড়াও তার মৃত্যুতে কলারোয়া উপজেলা প্রশাসন, উপজেলা জামায়াত, কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসা কতৃপক্ষ, কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসা কতৃপক্ষ, সীমান্ত প্রেসক্লাব কতৃপক্ষ, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কতৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।






সম্পর্কিত সংবাদ

  • সন্তানের প্রতি মা-বাবার যে দায়িত্ব কর্তব্য থাকে, শিক্ষকতা তেমন ভাবেই করেছি-  অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুলতানা কামরুন্নেছা
  • সন্তানের প্রতি মা-বাবার যে দায়িত্ব কর্তব্য থাকে, শিক্ষকতা তেমন ভাবেই করেছি
  • আসুন আমরা ইসলামী আদর্শ প্রতিষ্টায় তৎপর হই : অধ্যক্ষ ইজ্জত উল্লাহু
  • কলারোয়ার পাঁচপোতায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 
  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ নানা দাবিতে কলারোয়ায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ
  • কলারোয়া সরকারি কলেজ অধ্যক্ষের সাথে ছাত্রদল নেতাদের মতবিনিময় 
  • কলারোয়ায় শ্রমিক নেতা সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলেঈদ-ই-মিলাদুন্নবী(স:) উদযাপন