মুশফিকের টেস্ট র্যাঙ্কিংয়ে বড় লাফ ….
ডেস্ক নিউজ ::পাকিস্তানের বিপক্ষে ২৫শে আগস্ট প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এই জয়ে ব্যাট হাতে সবচেয়ে বেশি অবদান রাখেন মুশফিকুর রহীম। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। এবার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে ফিরে এসেছেন এই অভিজ্ঞ ব্যাটার। উন্নতি হয়েছে লিটন কুমার দাস ও বল হাতে দারুণ পারফর্ম করা হাসান মাহমুদেরও।
গতকাল পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। টেস্ট ব্যাটারদের তালিকায় মুশফিক ফিরেছেন ১৭তম স্থানে। ক্যারিয়ারে এর আগে ২০২২ ও ২০২৩ সালে এই অবস্থানে উঠেছিলেন তিনি। টেস্টে এটাই সর্বোচ্চ র্যাঙ্কিং মুশফিকের। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।
দলটির বিপক্ষে ১৪ টেস্ট খেলে এটিই তাদের প্রথম জয়। স্মরণীয় জয়ের কারিগর মুশফিক এক ইনিংসে ব্যাটিংয়ে সুযোগ পেয়ে করেন ১৯১ রান। ৩৪১ বলের ইনিংসে ছিল ২২ চার ও ১ ছক্কা। এই পারফরম্যান্সে অভিজ্ঞ র্যাঙ্কিং তার উন্নতি সাত ধাপ। বর্তমানের ৬৮৪ রেটিং পয়েন্টও মুশফিকের ক্যারিয়ার সেরা। এ ছাড়া বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ২ ধাপ এগিয়েছেন লিটন কুমার দাস।
এক ইনিংস ব্যাটিং করে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেটে ৫৬ রান করেন তিনি। ২৭ নম্বরে আছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৭৭ রান করে মেহেদী হাসান মিরাজ তিন ধাপ এগিয়ে আছেন ৮৫তম স্থানে। আর বোলারদের মধ্যে ২৩ ধাপ এগিয়েছেন হাসান। ম্যাচে তিন উইকেট নেয়া এই পেসার আছেন ৭৪ নম্বরে।
তার সতীর্থ পেসার শরীফুল ইসলামের উন্নতি ৯ ধাপ, অবস্থান ৬৪তম। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন মিরাজ। এই অফ স্পিনার বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে এখন ২৩তম স্থানে। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে যথারীতি ভারতের রবিচন্দ্রন অশ্বিন। দুইয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ও ভারতের জাসপ্রিত বুমরাহ। আর ব্যাটে-বলে ভালো করে
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করে মিরাজ আছেন দশম স্থানে। টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার ওপরে জো রুট। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল আছেন দুই ও তিন নম্বরে। আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। সাকিব আল হাসান আছেন ৩ নম্বরে।
ব্যাট হাতে রান পেলেও পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নেন তিনি। এরমধ্যে দ্বিতীয় ইনিংসেই নেন ৩ উইকেট। একই টেস্টে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৭১ রান করে সাত ধাপ এগিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। যৌথভাবে উসমান খাওয়াজার সঙ্গে ১০ নম্বরে আছেন তিনি। ১৪১ রান করে এক ধাপ উন্নতি হয়েছে সাউদ শাকিলের (১৩তম)।
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের প্রধান কোচ হতে আগ্রহী মুশতাক আহমেদ
নিউজ ডেস্ক::বাংলাদেশের ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহের যুগ এখনই শেষ হচ্ছে না। পাকিস্তানে সফলতম সফর শেষে তিনিবিস্তারিত…
দিবালার গায়ে মেসির ১০ নম্বর জার্সি, করলেন গোল এবং জেতালেন দলকে
নিউজ ডেস্ক ::চিলির মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানাননি, লিওনেল মেসিরবিস্তারিত…