স্বল্প আয়ের মানুষের মাঝে মশারি ও কর্মসংস্থান সামগ্রী বিতরণ — ডা. এস এম খালিদুজ্জামানের মানবিক উদ্যোগ
নিউজ ডেক্সঃ ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত জননন্দিত নেতা ডা. এস এম খালিদুজ্জামান-এর সৌজন্যে আজ বিকাল ৩:০০টায় সাততলা বালুর মাঠে এক ব্যতিক্রমধর্মী সমাজকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বল্প আয়ের মানুষের মাঝে ১২০০টি মশারি, ১০টি ভ্যান ও বিভিন্ন ব্যবসায়িক সামগ্রী বিতরণ করা হয়, যা তাদের মৌলিক চাহিদা পূরণ ও কর্মসংস্থানে সহায়ক ভূমিকা রাখবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও জনদরদী নেতা ডা. এস এম খালিদুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বনানী থানা আমীর জনাব মিজানুর রহমান খান এবং সঞ্চালনায় ছিলেন বনানী থানা সেক্রেটারি জনাব আব্দুর রাফি।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, থানা নেতৃবৃন্দ ও সাততলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “আমরা এমন মানবিক নেতৃত্বই চাই — যিনি মানুষের দুঃখে পাশে থাকেন, প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে প্রমাণ দেন।”
অনুষ্ঠানের একপর্যায়ে ডা. এস এম খালিদুজ্জামান মঞ্চ থেকে সাধারণ মানুষের মাঝে এসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া ও ভালোবাসায় সিক্ত হন।
সম্পর্কিত সংবাদ
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে শিশুসহ ৩০ বাংলাদেশী কিশোর-কিশোরী
বেনাপোল প্রতিনিধি : অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দু’দেশের সরকারের দেওয়া বিশেষবিস্তারিত…
কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর )বিস্তারিত…


