কলারোয়ায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মতবিনিময় সভা

কামরুল হাসান।। কলারোয়ায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় মানব পাচার ও অনিমিত অভিবাসন প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলারোয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। সভায় মানব পাচার প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন এবং পাচারের শিকার শিকার হওয়া ব্যক্তিদের বিশেষ করে নারী শিশুদের সুরক্ষিত করার বিষয়ে আলোচনা করা হয়। সেইসাথে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বিবেচনায় এনে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে এই প্রকল্প কাজ করবে বলে জানানো হয়। পাচারের শিকার হওয়া সারভাইবাররা যাতে অর্থনৈতিক ও সামাজিকভাবে ঘুরে দাঁড়াতে পারে সে ব্যবস্থাও নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয় । জেলা কর্মশক্তি ও জনসংহতি অফিসের কর্মকর্তা আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্ল্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাতক্ষীরা জেলা সমন্বয়ক হুমায়ুন রশিদ, ইকোনমিক রিইন্টিগ্রেশন এর স্পেশালিস্ট ইমরান হোসেন, ফিল্ড অর্গানাইজার হাসান আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার শিকদার, কাজিরহাট কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম, কলারোয়া থানার সাব-ইন্সপেক্টর পারভেজ প্রমুখ। মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং মানব পাচারের সারভাইভার ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া পৌর জামায়াতে ইসলামীর নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত
  • মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই..
  • কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিব
  • আপনাদের ভালোবাসায় ধানের শীষ আবারও বিজয়ী হবে —
  • কলারোয়ায় যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলকে ফুলেল শুভেচছা
  • কলারোয়া প্রতিদিন পত্রিকার নতুন অফিস উদ্বোধন