মেহেরপুরে বিলে ডুবে ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু
ডেস্ক নিউজ :: মেহেরপুরে পদ্ম ফুল তুলতে গিয়ে বিলে ডুবে চার স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে দিকে উপজেলা রাজনগর এলাকার মোমিনপুর বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা, চতুর্থ শ্রেণির ছাত্রী রাফিয়া, একই শ্রেণির আলিয়া এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিম। তারা সবাই দুই আপন ভাই মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে চারজন একসঙ্গে মসুরিভাজা বিলে পদ্ম তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যার আগে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেছবাহ উদ্দিন বলেন, এদের মধ্যে কেউ সাঁতার জানত না। বিলে একেক যায়গায় একেক রকম গভীরতা। যে কারণে তারা বুঝতে না পেরে বিলে তলিয়ে যায়। পরে তাদের খোঁজাখুজির পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যা মরদেহ উদ্ধার করে।
সম্পর্কিত সংবাদ
এইচএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, আটক ২
ডেস্ক নিউজ :: মেহেরপুরে প্রেমিকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রেমিকাকে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগবিস্তারিত…
পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যবিস্তারিত…


