আগরদাঁড়ী ইন্দিরায় জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত

রবিউল ইসলাম :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের ইন্দিরা ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পরে জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের ইন্দিরা জামে মসজিদ প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।

আগরদাঁড়ী ইউনিয়নের (ভারপ্রাপ্ত) আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও আগরদাঁড়ী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ড. আজিজ হাসান আল ফুয়াদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী এখন সাধারণ জনতার একমাত্র ভরসার জায়গা। জনগণের কাছে পরিষ্কার জামায়াতে ইসলামী হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যাদের মধ্যে নেই কোনো জুলুম, চাঁদাবাজি, নেই দখলদারিত্ব। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশের মানুষ নিরাপদে থাকবে মানুষ এটি বুঝতে শুরু করেছে। মানুষ তাদের হারিয়ে যাওয়া নায্য অধিকার ফিরে পাবে। জনসাধারণের ভাগ্যের পরিবর্তন ঘটবে। তাই আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী জয়লাভ করবে এবং সমাজে কুরআনের শাসন চালু হবে ইনশাআল্লাহ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাদ্দিস আলাউদ্দিন, আগরদাঁড়ী ইউনিয়নে সদ্য যোগ দেওয়া জামায়াত কর্মী ১০নং আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, সাতক্ষীরা সদর যুব বিভাগ সভপতি মাওলানা রবিউল ইসলাম, সাতক্ষীরা সদর যুব বিভাগ সেক্রেটারি আশরাফুল আলম বুলু, আগরদাঁড়ী ইউনিয়নের সূরা সদস্য আলহাজ্ব আবুল খায়ের, আগরদাঁড়ী ইউনিয়নের নায়েবে আমির হাফেজ আবুল বাশার, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন, আগরদাঁড়ি ইউনিয়ন মিডিয়া পরিচালক মোহাম্মদ রবিউল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় ভাড়া বাসায় মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ
  • বিএনপির কন্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি: সাতক্ষীরায় গোলাম পরওয়ার
  • পাঁচ দিনে দেশে তিন ভয়াবহ আগুন
  • পিআর পদ্ধতির দাবীতে সাতক্ষীরায় সেমিনার অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা মাদ্রাসায় চলছে কর্মবিরতি
  • সাতক্ষীরায় জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন