কলারোয়ায় নকল জুতার দোকানে অভিযান।। এক মাসের কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা

কামরুল হাসান।। কলারোয়া পৌর সদরের পূবালী ব্যাংকের সামনে সীমান্ত সুজ নামের দোকানে নামি-দামি ব্র্যান্ডের লোগো নকল করে জুতা তৈরির অভিযোগে কারখানা মালিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানাসহ ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
(২৪ শে মার্চ ) সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট(ইউএনও) মো. জহিরুল ইসলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ সালের ৫০ ধারায় এবং নকল পণ্য বা উৎপাদন করার অপরাধে সীমান্ত সুজের সত্ত্বাধিকারী দীনু দাসকে ওই জরিমানাসহ কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় স্যান্ডেল তৈরির বিভিন্ন উপকরণ ধ্বংস করার পাশাপাশি জরিমানা করা হয়। একইসঙ্গে ওই কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের কর্মকর্তারা বলছে, কারখানায় অবৈধভাবে দেশের নামি-দামি ব্র্যান্ডের জুতা নকল করে যশোরের লিবার্টি সুজ, সম্রাট সুজ, অ্যাপেক্স কিংবা বালা নামের জুতা উৎপাদন করা হয়।
অনুমোদনহীন এসব পণ্য বাজারজাত করায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের নকল পণ্যের বিরুদ্ধে আরও জোরালো অভিযান চালানো হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি কঠোর হুশিয়ারি দেয়া হয়।
সম্পর্কিত সংবাদ

কলারোয়া সীমান্তে ভারতীয় মদ, ওষুধ ও শাড়ি উদ্ধার
কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, ওষুধ ও শাড়িবিস্তারিত…

দলীয় নির্দেশনায় গণসংযোগে ব্যাস্ত জেলা বিএনপি নেতা আক্তারুল ইসলাম
এম এ আজিজ নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়া উপজেলায় বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন,সাতক্ষীরা জেলাবিস্তারিত…