সৈয়দপুরে বদ্ধভূমির শহীদ স্মৃতিস্তম্ভের মূল্যবান গেট চুরি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে এবার শহরের শহীদ স্মৃতিস্তম্ভের প্রায় ৪ মণ ওজনের দুটি গেট চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জানুয়ারি) রাতের কোন এক সময় শহরের গোলাহাট রেললাইনের পাশে গণহত্যার স্মৃতি বিজরিত বধ্যভূমির ওই স্মৃতিস্তম্ভের মূল গেটটি কেটে নিয়ে যায় চোরেরা।
স্থানীয়দের ধারণা লোহাচোর সিন্ডিকেট অথবা মাদকাসক্তরা এ চুরির ঘটনায় জড়িত থাকতে পারে। তারা অবিলম্বে চুরির সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
ওই এলাকার বাসিন্দা আজহারুল, মোজাহিদসহ অনেকে জানান, কয়েকদিন আগে ওই স্মৃতিস্তম্ভের ফটকের এক সাইডের গেট চুরি করে নিয়ে যায় চোরেরা। তখনই আশঙ্কা করা হয়েছিল ফটকের অপর গেটটিও চুরি হতে পারে। আর সেই আশঙ্কাই সত্য হলো। ১৩ জানুয়ারি সকালে দেখা যায় ফটকের অপর সাইডের গেটও চুরি হয়ে গেছে। তাদের ধারণা রাতে ওই এলাকা দিয়ে মানুষজনের চলাচল না থাকার সুযোগে গেটটি নিয়ে গেছে চোরেরা।
এলাকার একাধিক সুত্র জানায়, বদ্ধভূমির ওই স্মৃতিস্তম্ভের পাশে মাদক বেচাকেনার আড্ডা থাকে সবসময়। রাতে বদ্ধভূমির স্মৃতিস্তম্ভের অভ্যন্তরে প্রকাশ্যে বসে নেশার আড্ডা। হয়তো লোহাচোর সিন্ডিকেটের সদস্যদের ইন্ধনে মাদকাসক্তরাই এ চুরির ঘটনা ঘটাতে পারে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, শহীদ স্মৃতিস্তম্ভের মূল ফটকের উভয় পাশে ৪/৫ যায়গায় হেস্কো ব্লেড দিয়ে কাটা। আশেপাশে মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম পড়ে রয়েছে। অনেকের মতে ওই মাদকাসক্তরাই চুরির ঘটনার সাথে জড়িত। বর্তমানে বদ্ধভূমির স্মৃতিস্তম্ভটি অযত্ন অবহেলায় পড়ে আছে।
এ বিষয়ে গোলাহাট বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও শহীদ
পরিবারের সদস্য নিজু কুমার আগরওয়ালা জানান, এটা খুবই দুঃখজনক যে স্মৃতিস্তম্ভটি এখন
নিরাপদ নয়। বদ্ধভূমির স্মৃতিস্তম্ভের গেট চুরি করা ওই চোরদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি। শহীদ স্মৃতিস্তম্ভের মূল ফটক চুরির ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী জানান, বিষয়টি আমরা জেনেছি। এটা দুঃখজনক ব্যাপার। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, চুরির ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, চুরি রোধে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য ১৯৭১ সালের ১৩ জুন পাকসেনারা বহুল আলোচিত ‘অপারেশন খরচা খাতা’ পরিচালনা করে। তারা ভারতে পাঠিয়ে দেওয়ার কথা বলে সেখানে ট্রেন থামিয়ে নিরীহ মাড়োয়ারি হিন্দু সম্প্রদায়ের প্রায় ৩৩৮ জনকে নির্মমভাবে হত্যা করে।
এ কারণে ৭১ সালের স্মৃতিচারণে স্বাধীনতার ৪৩ বছর পরে সেখানে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে বদ্ধভূমিতে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। এরপর থেকে সেখানে প্রতি বছর ১৩ জুন সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করতে আসেন। কিন্তু সেটি এখন অবহেলা আর অযত্নে পড়ে রয়েছে। পরিণত হয়েছে নেশাখোরদের আড্ডাখানায়।
« সাতক্ষীরার মাধবকাটিতে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাস’রোধ করে হত্যার অভিযোগ, স্বামী আটক (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সাতক্ষীরায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান »
সম্পর্কিত সংবাদ

সড়ক দূর্ঘটনা এড়াতে সম্মিলিত সচেতনতার বিকল্প নেই….ইলিয়াস কাঞ্চন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইরিয়াস কাঞ্চন বলেছেন, সড়কে চালকেরবিস্তারিত…

পাইকগাছা কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ এবং বিনষ্ট
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জালবিস্তারিত…