‘বাবুর বাবা’ শাকিবকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

নিউজ ডেস্ক :: ঢাকাই মেগাস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেক আগেই। এদিকে এই জুটির ছেলে আব্রাম খান জয়কে নিয়েই এখন অপুর সংসার। তাই তো ছেলের বাবা হিসেবে শাকিবকে কখনও সম্মান ও ভালোবাসা প্রকাশ করতে কার্পণ্য করেন না অপু বিশ্বাস।

মাঝে মাঝেই বিভিন্ন সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে স্মৃতিচারণ করেন অপু। নায়কের প্রতি তার ভালবাসা কতটা, তা প্রকাশ করেন প্রতি কথায়। শাকিব কখন কোথায় যায়, কী করে সবকিছুর খবর রাখেন অপু। ছেলের বাবাকে নিয়ে কোনো সুসংবাদ আসলে সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে ভক্ত অনুরাগীদের কাছে ভাগ করে নেন নায়িকা।

এর আগে শাকিব খানের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৫ বছর পূর্তি উদযাপনে সামাজিক মাধ্যমে নায়ককে বিশেষভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন অপু বিশ্বাস। এবার শাকিবের ক্যারিয়ারে আরও একটি সুসংবাদ এলো; এতে আবারও শাকিবকে অভিনন্দন জানাতে দেখা গেলো সাবেক স্ত্রী অপুকে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে শাকিব খানের একটি ছবি যোগ করেছেন অপু। যেখানে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রিতে (সংস্কৃতি মন্ত্রণালয়) দাঁড়িয়ে আছেন নায়ক। সঙ্গে ছিলেন দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সেই পোস্টে অপু লেখেন, ‘অভিনন্দন বাবুর বাবা।’

শাকিবের ক্যারিয়ারের যেই সুসংবাদের প্রেক্ষিতে অপু অভিনন্দন জানালেন, তা হলো- প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে আরব আমিরাতে গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে শাকিবকে। তা দেওয়া হয়েছে আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে। ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে শাকিবকে।

এর আগে গত ১৮ এপ্রিল এই প্রক্রিয়া সম্পন্ন হয়। শাকিব আজ এটি হাতে পেলেন। নায়কের আসন্ন ছবি ‘দরদ’ এর পরিচালক অনন্য মামুনের এতে বিশেষ ভূমিকাও আছে বলে জানা যায়।

অনন্য মামুন গণমাধ্যমকে জানান, আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রিতে আবেদনের ভিত্তিতে শাকিব খানকে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে এ সম্মান দেওয়া হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • নবান্নে গিয়ে মমতাকে কী বলে এলেন ঋতাভরি
  • আত্মহত্যা করেছেন মালাইকার বাবা
  • আনন্দ-বেদনা আর অনুপ্রেরণার ইত্যাদি
  • তানিয়া বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করি : আরশ খান
  • অভিনেত্রীর যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত পরিচালক ক্ষমা চাইলেন
  • ভাঙল নির্মাতা দীপংকরের সংসার
  • ইরফান-বৃষ্টির ‘অবুঝপনা’
  • জাতীয় সংগীত গেয়ে উদীচীর প্রতিবাদ