“সড়ক পথে সুন্দরবন”

শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে


আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন নামে পরিচিত সুন্দরবন। সাতক্ষীরা জেলার শতযুগ ধরে ঐতিহ্য বহন করে আসছে জীববৈচিত্রে ভরা ম্যানগ্রোভ সুন্দরবন। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দক্ষিনে মুন্সিগঞ্জে আসলে মিলবে সুন্দরবনের দেখা। সাতক্ষীরা সহ খুলনা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলার অংশ নিয়েই সুন্দরবন বিস্তৃত। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবনের ১,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়েল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত সুন্দরবন। এখানে রয়েছে প্রায় ৩৫০ প্রজাতির উদ্ভিদ, ১২০ প্রজাতির মাছ, ২৭০ প্রাজাতির পাখি, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ সরীসৃপ এবং ৮ টি উভচর প্রাণী।
সুন্দরী বৃক্ষের নামানুসারে সুন্দরবনের নামকরণ করা হয়। শীতের মৌসুম সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময়। প্রতিবছর এই সময়ে সুন্দরবন ভ্রমনের উদ্দেশ্যে দেশ-বিদেশ থেকে আসা হাজারো পর্যাটকের ভিড় জমতে দেখা যায়। সুন্দরবন ভ্রমন করতে হলে নৌপথই একমাত্র মাধ্যম। শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ থেকে নীলডুমুর নৌ-ঘাটে গেলেই পেয়ে যাবেন সুন্দরবন ভ্রমনের উপযুক্ত লঞ্চ ও ট্রলার।
সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে টেলিটক সিম কার্ড ব্যবহার করা উত্তম। কারণ সুন্দরবনে টেলিটক ছাড়া অন্য কারো মোবাইল নেটওয়ার্ক টাওয়ার নেই। বর্তমানে অন্যান্য সিমের নেটওয়ার্ক পাওয়া যায় স্থলবন্দরের কাছাকাছি। বনভোজনের জন্য রয়েছে, কলাগাছিয়া ইকো ট্যুরিজম, দোবেকী ইকো ট্যুরিজম, মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত, দুবলার চর ইত্যাদি উল্লেখযোগ্য।





সম্পর্কিত সংবাদ

  • বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন
  • গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান
  • আর্টসেল ও অ্যাভয়েডরাফার অনন্য পরিবেশনায় গ্লেনরিচ উত্তরা রকফেস্ট অনুষ্ঠিত
  • বাংলাদেশে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন
  • শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে
  • ‘এখন যৌবন যার’ গানের ভিডিও দেখে যেতে পারলেন না কবি হেলাল হাফিজ
  • চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা