শ্রদ্ধা ও ভালবাসায় সৈয়দপুরে মহান বিজয় দিবস পালিত : বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে ::সারাদেশের মতো সৈয়দপুরেও যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে সৈয়দপুরের বিভিন্ন রাজনৈতিক দল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ আপামর জনতা। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি -বেসরকারি, প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।
সূর্যোদয়ের সাথে সাথে শহরের শহীদ স্মৃতিস্তম্ভ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সুচনা করা হয়। পরে একইস্থানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর পুলিশ প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সেখানে ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের যৌথ কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই – আলম সিদ্দিকী। এসময় অন্যান্য দপ্তরের কর্মকর্তা, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারের মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকী। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর মাওলানা হাফেজ মো. আব্দুল মুনতাকিম, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ও জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর শাখার সভাপতি মো. শরফুদ্দিন খান, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শওকত হায়াৎ শাহ্, বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান (বীরপ্রতীক), বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, বীর মুক্তিযোদ্ধা মির্জা মো. সালাহউদ্দিন বেগ, বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান ময়না প্রমুখ। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মাহফুজার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ,উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাহফুজার রহমান চৌধুরী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে দেয়া হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
এদিকে দিবসটি উপলক্ষে পালন করা অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল,সিনেমা হলে ছাত্র ছাত্রীদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহ করা মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, সুবিধা মতো সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুটবল ও ক্রিকেট, হাডুডু খেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান,শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত এবং বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থ্যতা এবং দেশ ও জাতির অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা কর হয়। দুপুরে হাসপাতাল ও এতিমখানায় বিতরন করা হয় উন্নতমানের খাবার। সৈয়দপুর স্টেডিয়ামে প্রীতি ফুটবল, ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন স্থাপনায় আলোকমালায় সজ্জিত করা হয়। বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ বাম দলীয় ঐক্য, বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, উদীচী শিল্পী গোষ্ঠী, শিল্প সাহিত্য সংসদ, ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। এরআগে ১৫ ডিসেম্বর শহরের লায়ন্স স্কুল এন্ড কলেজে শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিকে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে সৈয়দপুর রেলওয়ে মাঠে দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ প্রদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
« সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন »
সম্পর্কিত সংবাদ
কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু : সস্তিতে এলাকাবাসী
কয়রা(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শাকবাড়িয়া খালের দু’ পাড়ের দখলকৃত অবৈধ স্থাপনা ছাত্র-জনতারবিস্তারিত…
সৈয়দপুর বিজ্ঞান কলেজের সাফল্য মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৫৩ শিক্ষার্থী
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে :: নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এ বছরও মেডিকেলবিস্তারিত…