আশাশুনির চেউটিয়ায় অসামিজিক কাজের হাত থেকে বাঁচতে চায় এলাকাবাসী
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার চেউটিয়া গ্রামের মানুষ অসামিজিক কাজের অপছায়া থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একদল সাংবাদিক সরেজমিন গেলে স্থানীয় জামে মসজিদের মুসল্লি, মহল্লাহর অসংখ্য নারী পুরুষ সমবেত হয়ে পাড়া মহল্লাকে সুন্দর পরিবেশ ও অসামিজিকতামুক্ত রাখতে একযোগে নানা ভাবে তাদের অভিব্যক্তি প্রকাশ করে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য কবির হোসেন বলেন, নিরিবিলি পরিবেশে এই মহল্লার মানুষের বসবাস। কিন্তু বুলু সরদারের স্ত্রী মাহফুজার বেপরোয়া চলাফেরা ও অসামাজিক কর্মে মহল্লার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এনিয়ে অনেকবার শালিস করা হলেও স্বভাবের পরিবর্তন হয়নি। রাতে অনেক যুবক ও উঠতি বয়সীদের আনাগোনা দেখতে পাওয়া যায়।
মনিরুল ইসলামের স্ত্রী হেনা জানান, লিপি খাতুনকে নিয়ে আমরা সমাজে বসবাস করতে পারছিনা। তার অপকর্ম নিয়ে অনেকবার বসাবসি হয়েছে। কিন্তু তারপরও শুক্রবার রাতে ফোন করে বুলুর স্ত্রীর সাথে চরম অশালীন অভিযোগ ও গালিগালাজ করার ঘটনা আমাদেরকে ভীতির মধ্যে ফেলেছে। আমরা তার অপকর্মের হাত থেকে বাঁচতে চাই। লিপির চাচী শ্বাশুড়ি আকবর সরদারের স্ত্রী নাজমা জানান, লিপি খুবই খারাপ চরিত্রের। তার অপকর্মে পাড়ার মানুষ অতিষ্ঠ, সম্মান নিয়ে বাঁচতে পারছেনা। গতকাল সে মোবাইলে গালিগালাজ ও মিথ্যা অভিযোগ করলে কারণ জানতে গেলে মাহফুজার সাথে চুলধরে টানাটানির ঘটনায় কানের দুল ছিড়ে পড়ে যায়। সেটি পাওয়ার পর তাকে ফেরৎ দেয়া হয়। শহিদুল ইসলাম জানান, বুলুর বউকে নিয়ে লিপি তার স্বামীকে জড়িয়ে কুৎসা রটনার পর চুলধরে টানাটানি ও গারিগালাজের ঘটনা ঘটে। এসময় লিপি মুখে আনার মত নয় এমন অশ্রাব্য ভাষায় কটুক্তি করে। কানের ছিড়ে পড়ে গেলে উপস্থিত পাড়ার লোকজন পেয়ে ফেরৎ দেয়।
মাহফুজার স্বামী বুলু জানায়, খায়রুলের স্ত্রী লিপিকে নিয়ে এলাকার মানুষ কষ্টে আছে। যুব কিশোররা বিপথে যাচ্ছে। আমার মোবাইল সিমে বিকাশ থাকায় স্ত্রীর কাছে রেখে ভাটায় কাজে যাই। খরচের টাকা পাঠানোর জন্য। চাচাত ভাইয়ের স্ত্রী লিপি এই নম্বরে ফোন করে অশ্লীল কথাবার্তা বলে, এনিয়ে দুজনের মধ্যে চুলধরে টানা হেচড়া হয়। খবর পেয়ে আজ আমি বাড়িতে ফিরলাম। তার আচরনে এলাকার মানুষ অতিষ্ঠ, কেউ প্রতিবাদ করতে গেলে তাকে নিয়ে আপত্তিকর অভিযোগ এনে হুমকী দিয়ে থামিয়ে দেয়। মাহফুজা খাতুন জানান, বিকাশে টাকা নিকে আমার স্বামীর সিম আমার সেটে আছে।
শুক্রবার রাতে সেই নাম্বারে কল করে, তখন নামাজে থাকায় রিসিভ করিনি। পরে কল ব্যাক করলে সে রিসিভ করে কথা বলেনি। পরে কল করে আমাকে অশালীন ও আপত্তিকর মিথ্যা কথা বলে গালাগালি করে। এব্যাপারে তাকে সামনা সামনি কারন জানতে গেলে মুখে আনার মত নয় এমন কথা বললে দুজনের মধ্যে চুল ধরে টানাটানি হয়। কখন, কার হাতে বেধে বা কিসে বেধে তার কানের দুল ছিড়ে যায় জানিনে। লোকজন পেয়ে সেটি ফিরিয়ে দেয়। শহিদুল শেখ, খায়রুর ও মজনু জানান, আমরা মহল্লার মানুষ একটি বউ লিপিকে নিয়ে বসবাস করতে পারছিনা। পাড়াকে নষ্ট করে দিচ্ছে। সে তার স্বামীকেও মানেনা, তার আচরনে স্বামীস্ত্রীর মধ্যে গোলযোগ হতে দেখি। তাকে পাড়াকে রক্ষার জন্য অন্যত্র সরানোর ব্যবস্থা ও অভিযোগ তদন্ত করে ব্যবস্থা করতে জোর দাবী জানান।
পাশের মসজিদের নিয়মিত মুরব্বী মুসল্লি শেখ সোহরাব হোসেন জানান, বউটা সবার সাথে ঝগড়া করে। আমরা পরামর্শ দিলেও শোনেনা। মুখ খাস্তা করে। গতকাল ঘটনার সময় ছিলাম, নিষেধ করি শোনেনি। গোরযোগের সময় তার কানের দুল ছিড়ে পড়লে আমরা ফিরিয়ে দেই এবং সকলকে থামিয়ে মিটমাট করে দিয়ে চলে যাই।
লিপির স্বামী বুলু জানায়, আমাদের চাচাত ভাইয়ের স্ত্রী মাহফুজা স্বামীর ব্যবহৃত সিম ব্যবহার করছে আমি জানিনা। তার স্বামীর নম্বর আমার সেটে সেফ করা ছিল। প্রয়োজনে কথা বলার জন্য। অনেকদিন কথা হয়নি। শুক্রবার রাতে ঐ নম্বারে ফোন করে যেসব মিথ্যা অভিযোগ করেছে, সেটি মিথ্যা ও অপরাধ হয়েছে। সবাই জানে আমি কোন মহিলার দিকে চোখ তুলে তাকাইনা।
এ ব্যাপারে খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু জানান, লিপি নামের মহিলাকে নিয়ে বহুবার শালিশ ও বিচার করেছি কিন্তু সে কোন শালিশ বা বিচার মানে না। এলাকার যুব সমাজ ধংসের দিকে নিয়ে যাচ্ছে। সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা রিপোর্ট করুন, প্রশাসন তাকে আইনের আওতায় আনুক সে দাবী জানাচ্ছি।
« শ্রীউলায় জামায়াতের জেলা সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা »
সম্পর্কিত সংবাদ
আশাশুনির চাপড়ায় মূল নদীর উপর দিয়ে নদী খননের দাবীতে মানববন্ধন
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :: আশাশুনি উপজেলার মধ্য চাপড়ায় মূল নদী বাদ দিয়ে ডিএস, এসএ ওবিস্তারিত…
আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও আভ্যন্তরীন অভিবাসন শীর্ষক মিডিয়া এ্যাডভোকেসী সভা
জি এম মুজিবুর রহমান :: আশাশুনিতে জলবায়ু পরিবর্তন এবং অভ্যন্তরীণ অভিবাসন/বাস্তুচ্যুতি শীর্ষক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিতবিস্তারিত…