কলারোয়ায় বিএনপির মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
কামরুল হাসান।। ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে কলারোয়ায় বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার(১৫ আগস্ট)বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মোড়স্থ সাবেক এমপি ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের বাড়ির সামনে থেকে অবস্থান কর্মসূচি শেষে পৌর সদরে একটি বিশাল বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন-বিগত ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে আ.লীগ। আয়নাঘর বানিয়ে শত শত মানুষকে গুম খুন করেছে।
হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই। খুনি হাসিনাসহ তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করেন বক্তারা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আ.রশিদ মিয়া,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, বিএনপির প্রচার সম্পাদক আ.রাজ্জাক, বিএনপি নেতা সরকারি কলেজের সাবেক জিএস এম এ রব শাহিন, খালিদ খান, যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজ, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, আবু জাফর, মাস্টার মনিরুজ্জামান, বিএনপি নেতা শওকত হোসেন, ইলিয়াস হামিদী, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোশারফ হোসেন, মূসা কারীম, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা প্রভাষক আ.সালাম দিলু, দোয়েল, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহজালাল হোসেন সাজু, আবির, পৌর ছাত্রদলের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক জি এম সোহেল, যুবদল নেতা আলমগীর হোসেন, হাবিল, হাবিব, মাসুম, আলী হোসেন, পারভেজ, বাবলুসহ ১২টি ইউনিয়ন,পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
সম্পর্কিত সংবাদ
স্বৈরাচার,খুনি’র পতন হলেও ষড়যন্ত্র অব্যহত রয়েছে : তারেক রহমান
একরামুল কবীর :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি.র রাজনীতিবিস্তারিত…
কলারোয়ার সাবেক মেয়রের বিভিন্ন ওয়ার্ডে কবর জিয়ারত।
ষ্টাফ রিপোর্টার (এম এ আজিজ): আজ ৭ই সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে দশটার সময়,বার বার নির্বাচিতবিস্তারিত…