পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২

নিউজ ডেস্ক :: সারাদেশ‘::পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার আরমান শেখের ছেলে মিলন হোসেন মধু (৪৫) ও পূর্ব রাঘবপুর এলাকার নুর আলির ছেলে মঞ্জু প্রামাণিক (৪৪)।

মধু পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশা চালক ছিলেন বলে জানা যায়। নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে তারা হোটেলে খাবার খেতে এসেছিলেন। এসময় হোটেলের সামনে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁদের ছুরিকাঘাত করলে দু’জনই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও বলেন, কি কারণে এ ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে  বিস্তারিত জানানো হবে। সূএ::নিউজ ডেস্ক …






সম্পর্কিত সংবাদ

  • বাবাকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে ছেলে
  • পাইকগাছায় অবৈধভাবে গড়ে ওঠা আওয়ামীলীগ কার্যালয়টি উচ্ছেদ হয়নি আজও
  • কপিলমুনি প্রেসক্লাবের কমিটিতে আহ্বায়ক শফিউল সদস্য সচিব বজলু
  • বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত এনইউবির শিক্ষার্থীর নামে “আসিফ চত্বরের” স্মৃতিফলক উন্মোচন
  • সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদের পাহাড়
  • বিএম কলেজের সমন্বয়ক শাহাবুদ্দিনকে হল থেকে বহিষ্কার
  • বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন
  • সিলেটে অন্যরকম ওরস