তারুণ্যনির্ভর একটি বাংলাদেশ দেখতে চাই: জামায়াত আমির

ডেস্ক নিউজ :: জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি তারুণ্যনির্ভর ইনসাফের একটি বাংলাদেশ দেখতে চাই। এই তরুণরা আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সেল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে। আমি তোমাদের কাছ থেকে তিনটি জিনিস প্রত্যাশা করব। তা হলো- প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে এক্সিলেন্স অব একাডেমিক হিসেবে গড়ে তোলার জন্য, ফাস্ট প্রায়োরিটি হওয়া উচিত এই ছাত্র সংসদ।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতো গবেষণা কেন্দ্রবিন্দু। কিন্তু আফসোস এখন গবেষণা উবে গেছে। ফলে হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমরা নাই। আমরা চাই এই দুয়ারটা খুলে দেওয়ার ব্যাপারে প্রত্যেকটি ছাত্র সংসদ অগ্রণী ভূমিকা পালন করবে। একটি হবে এক নম্বর প্রায়োরিটি। এর সঙ্গে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য যা করা দরকার তার জন্য ম্যাক্সিমাম সেই অ্যাফোর্টটাকে ম্যাক্সিমাইস করা। অতীতের কলুষিত ছাত্র রাজনীতিতে আমরা দেখতাম, শুনতাম তারা কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন কর্মকাণ্ডে জড়িয়ে যান, তারা অসৎ উপায়ে আয় করেন। আমরা এই ছাত্র সংসদগুলোকে শতভাগ উন্নত দেখত চাই।

বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমি সব সময় তারুণ্যের বিকাশের পক্ষে। তরুণরা কেমন বাংলাদেশ চায়, তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।’

শফিকুর রহমান বলেন, ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য এখনকার তরুণদের প্রস্তুতি নিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্র সংসদকে সোচ্চার থাকতে হবে।

জামায়াত আমির আরও বলেন, পর্বত সমান হস্তিকে যে তরুণরা সরিয়ে দিয়েছে, সেই তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি নুরুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সংসদ নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • আ’লীগ ঠেকাতে মাঠে থাকবে জামায়াত, চরমোনাইসহ ৮ দল
  • জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে নির্বাচন হবে না: জামায়াত আমির
  • ধানের শীষ এখন পেটের বিষ : কাদের সিদ্দিকী
  • আগামী নির্বাচন হবে মাইলফলক: সিইসি
  • ‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে সরকারকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
  • জুলাই সনদ বাস্তবায়নের পরই নির্বাচনে যাবে এনসিপি: নাহিদ
  • ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না : মির্জা ফখরুল