সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা
জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে শহরের আল-আমিন ট্রাস্টের অডিটোরিয়ামে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি ও সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মো. আনিছুর রহমান।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান।
কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই মহান পেশাকে ভালো কাজে লাগিয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজে লাগাতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সংগ্রাম পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি নাজমুল হক খান, দৈনিক জনদর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি ইসমাইল হোসাইন সহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি ও সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী।
সম্পর্কিত সংবাদ
সড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান
সাতক্ষীরা প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায়বিস্তারিত…
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ডেস্ক নিউজ :: আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানবিস্তারিত…


