সাতক্ষীরা আলিয়ায় ৭ পদে ১৪১ প্রার্থী লেনদেনের প্রমান পেলে প্রার্থীতা বাতিল
সাতক্ষীরা সংবাদদাতাঃ দীর্ঘ ১৬ বছর ঝঁুলে থাকার পর সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (৭ নভেম্বর)। ৭টি পদের বিপরীতে আবেদন করেছে ১৬০ জন। যাচাই বাছায় শেষে ১৪১ প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে চিঠি দেওয়া হয়। একই দিন ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল অনুযায়ী মেধা ও যোগ্যতার ভিত্তিতে অফিসসহকারি কাম কম্পিউটার অপারেটার পদে ২ জন, ফকিহ, অফিসসহকারি কাম হিসাব সহকারি, গবেষণাগার ল্যাব সহকারি, নিরাপত্তা কমীর্, নৈশপ্রহরি এবং আয়া পদে পদে ১ জন করে মোট সাত জনকে নিয়োগের সুপারিশ করবে নিয়োগ বোর্ড। ইত্যোমধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিয়োগ পরীক্ষা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে কতৃৃপক্ষ।
অব্যবস্থাপনা ও জনবল সংকট কাটাতে ১৭ জুলাই ২০২৫ তারিখে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর কর্তৃক মুহাদ্দিস মুহাম্মদ আব্দুল খালেককে প্রতিষ্ঠানটির সভাপতি করে নতুন গভর্নিং বডি ঘোষণা করা হয়। ৩০ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভায় শিক্ষক ও কর্মচারী মিলিয়ে ১৩ জনকে নিয়োগের সিদ্ধান্ত গৃহ হয়। এ বিষয়ে ৩ আগস্ট ২০২৫ তারিখে দৈনিক সংগ্রাম ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় এবটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর উপাধ্যক্ষ পদে আবেদন করেন ৮জন, ফকিহ পদে ০৩ জন, ইবতেদায়ী প্রধান পদে ৬ জন, অফিসসহকারি কাম হিসাব সহকারি ২৮ জন, অফিসসহকারি কাম কম্পিউটার অপারেটার ৪১ জন, গবেষণাগার ল্যাব সহকারি ৪২ জন, নিরাপত্তা কমীর্ ৮ জন, নৈশপ্রহরি ৬জন এবং আয়া পদে ১৮ জনসহ সর্বমোট ১৬০ জন আবেদন করেন।
গত ১২/১০/২৫ তারিখের শিক্ষা মন্ত্রলয়ের নির্দেশনা অনুযায়ী অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ও ইবি প্রধান পদে নিয়োগ এনটিআরসির অধীনে যাওয়াতে উক্ত পদসমূহে নিয়োগ গভংানিং বডি কর্তৃক নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়। এছাড়া যাচাই বাছায় অন্তে কাগজপত্রে ত্রুটি থাকায় আরো ৫ প্রার্থীর অবেদন বাতিল করে কমিটি। ফলে যাচাই বাছায় অন্তে চুড়ান্ত ১৫৫ প্রার্থীর কাগজপত্র বৈধ ঘোষণা করে কমিটি। এদের মধ্যে ফকিহ পদে ০৩ জন, অফিসসহকারি কাম হিসাব সহকারি ২৮ জন, অফিসসহকারি কাম কম্পিউটার অপারেটার ৩৮ জন, গবেষণাগার ল্যাব সহকারি ৪০ জন, নিরাপত্তা কমীর্ ৮ জন, নৈশপ্রহরি ৬জন এবং আয়া পদে ১৮ জনসহ ১৪১ প্রার্থীকে নিয়োগ বোর্ডে অংশ নিতে চিঠি প্রেরণ করা হয়।
প্রতিষ্ঠানটির সভাপতি মুহাদ্দিস আব্দুল খালেক জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সকল পদে নিয়োগ দেয়া হবে। নিয়োগ প্রক্রিয়ায় কোন লেনদেনের তথ্য পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় বাঁধা সৃষ্টি করলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সম্পর্কিত সংবাদ
সড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান
সাতক্ষীরা প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায়বিস্তারিত…
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ডেস্ক নিউজ :: আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানবিস্তারিত…


