কয়রায় মাদ্রাসার ১৪ ছাত্রী হঠাৎ অসুস্থ, হাসপাতালে চলছে চিকিৎসা সেবা

কয়রা(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রায় পাঠদান চলাকা‌লে একই মাদ্রাসার ১৪ ছাত্রী অসুস্থ হ‌য়ে প‌ড়ে। অসুস্থ শিক্ষার্থীরা কয়রা উপ‌জেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে চি‌কিৎসা‌ধিন র‌য়েছে।
বৃহস্প‌তিবার(১৩ ফেব্রুয়া‌রি) বেলা সাড়ে ১১টার দিকে উপ‌জেলার ঘুগরাকা‌টি ফা‌জিল মাদ্রাসায় আক‌স্মিক এ ঘটনা ঘ‌টে।
অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হলো রিফা তসনিম, সুমাইয়া সি‌দ্দিকা, মীম, আখি, জুঁই, মি‌থিলা, কুলসুম, হা‌মিদা, কেয়া, মীম সুলতানা, তন্নী, অ‌রিসা, হুমাইরা, উর্মী। তারা সক‌লেই দশম শ্রেণির ছাত্রী। সরেজমিনে বেলা ২ টার দিকে কয়রা উপ‌জেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মীম নামের এক ছাত্রীকে অ‌ক্সিজেন দেয়া হচ্ছে। এছাড়া কয়েকজনকে স‌্যালাইন দেয়া হচ্ছে। সুস্থ‌ অনুভব হওয়ায় ক‌য়েকজন শয‌্যার উপ‌রে বসে রয়েছে। হাসপাতালে ছাত্রীদের অ‌ভিভাবক ও শিক্ষক‌দের ভীড় জমাচ্ছে । তাদের আত্বীয় স্বজনরা  ছাত্রীদের সেবা দেওয়ার পাশাপাশি যত্ন নিচ্ছেন।
অসুস্থ ছাত্রীরা জানান, তাদের বুক ধড়পড় করে ও দমবন্ধ হয়ে যেতে থাকে। কয়েকজনকে ব‌মি হয়। কারর নাক দিয়ে রক্ত প‌ড়ছে। এর মধ্যে ৪ জন অচেতন পড়ছে। প্রথমে অসুস্থ হয়ে পড়া দশম শ্রেণির ছাত্রী রিফা তাস‌নিম জিবা বলেন, সকালে মাদ্রাসায় আসার পর থেকে বুক ব‌্যথা করে ও শ্বাসকষ্ট হতে থাকে। একপর্যায়ে নাক দিয়ে রক্ত বের হয় ও অচেতনন হয়ে প‌ড়ি। এরপরে আর কিছু বলতে পা‌রি না। এখন অনেকটা ভালো লাগছে। মাদ্রাসার অধ‌্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা সুজা উদ্দীন বলেন, মাদ্রাসায় পাঠদান চলাকা‌লে রিফা নামের একজন ছাত্রীর শ্বাসকষ্ট শুরু হয়। সে অচেতন হয়ে পড়ে। পরে আরও তিনজনের শ্বাসকষ্ট শুরু হয়। তাৎক্ষ‌ণিক আমরা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তাকে অব‌হিত ক‌রি। তাদেরকে উপজেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করার পরে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। সকলেই হাসপাতলে চি‌কিৎসা‌ধিন রয়েছে । ইতিমধ্যে  কয়েকজন সুস্থ হয়ে উঠেছে।
কয়রা উপজেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ক‌রিম ব‌লেন, সংবাদ পে‌য়ে তাৎক্ষ‌ণিক এ‌্যাম্বুলেন্স পা‌ঠিয়ে অসুস্থ চারজন শিক্ষার্থীকে হাসপাতা‌লে নিয়ে আসি। পরে আরও ১০ জনকে হাসপাতালে ভ‌র্তি করা হয়। তাদের তেমন কোন সমস‌্যা হয়‌নি। তারা ম‌্যাস হিস্টে‌রিয়া রোগে আক্রান্ত। একজন অসুস্থ হয়ে পড়ায় তার দেখে আতং‌কে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়ে তাদের চি‌কিৎসা দেয়া হচ্ছে। অনেকেই সুস্থ হয়ে উঠছেন।  তি‌নি আরও বলেন, শিক্ষার্থীরা শা‌রি‌রিকভাবে অনেকটা দুর্বল। এছাড়া অ‌ধিকাংশই সকালে না খেয়ে মাদ্রাসায় যায় বলে জানা গেছে।





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • কেশবপুরে পরিত্রাণ এর উদ্যোগে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত
  • বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারে তিনজনসহ নিহত ৫
  • কয়রায় জামায়াতের ইফতার মাহফিল
  • যশোরের শার্শায় যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০জন আহত
  • কয়রায় গাছ সুরক্ষায় লোহার পেরেক অপসারণ কর্মসূচি
  • ভারতে সাজাভোগ শেষে দিয়ে দেশে ফিরলো শিশুসহ ২১ নারী-পুরুষ
  • কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক