নলতায় জামায়াতে ইসলামীর নির্বাচনী মতবিনিময় সভা ও যুব সম্মেলন

ডেস্ক নিউজ :: কালিগঞ্জ উপজেলার নলতায় শুক্রবার ১৪ নভেম্বর সকাল ৯ টায় নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নলতা ইউনিয়ন পেশাজীবী ও ওলামা বিভাগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচনী মতবিনয় সভায় নলতা ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাঃ মহিবুল্লাহের পরিচালনায় ও জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার মাস্টার আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সুরা কর্ম পরিষদ সদস্য সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ আশাশুনি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মুহাদ্দিস মাওঃ রবিউল বাসার।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলার সেক্রেটার ও সাবেক শিবিরের জেলা সভাপতি মোঃ আব্দুল গফফার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা তালিম বিভাগের সভাপতি মাওঃ কাজী মুজাহিদুল আলম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, প্রধান অতিথি বলেন-দাঁড়িপাল্লা জনগণের প্রতীক, ন্যায়বিচার ও কল্যাণের প্রতীক, আমরা ক্ষমতায় গিয়ে আল্লাহভীরু ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওঃ আনারুল ইসলাম, উপজেলা জামাতের বাইতুল মাল সেক্রেটারী অধ্যক্ষ আবু রাসেল আশকারী, নলতা ইউনিয়ন জামাতের সাবেক আমির শহিদুল ইসলাম সাংবাদিকবৃন্দ, নলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীলবৃন্দ।

বেলা ১১ টায় নির্বাচনী শোডাউন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর মুফতি মুহাদ্দিস মাওঃ রবিউল বাসার নলতা পাক রওজা শরীফ জিয়ারত করেন এবং নলতা শরীফ শাহী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরবর্তীতে বাদ মাগরিব নলতা হাটখোলায় নির্বাচনী যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।






সম্পর্কিত সংবাদ

  • না ফেরার দেশে চলে গেলেন আবুল হোসেন মধু
  • দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি: কাজী আলাউদ্দিন
  • কালিগঞ্জে মুহাদ্দিস রবিউল বাশারের গণ-সংযোগ ও নির্বাচনী পথসভা
  • বিএনপির ত্যাগী ও নির্যাতিতদের ব্যানারে ফ্যাসিস্ট আওয়ামী ও জাপা দোষরদের মানববন্ধন
  • কালিগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল, উচ্ছেদ ও নামজারি অপচেষ্টার অভিযোগ
  • দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কালীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার নলতা শরীফ রওজা মোড়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন