কালিগঞ্জের রতনপুর লিফলেট বিতরণ করলেন বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দিন

ডেস্ক নিউজ :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী মোঃ আলাউদ্দিন শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কালিগঞ্জের রতনপুর বাজারে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

পথসভা ও লিফলেট বিতরণ শেষে রতনপুর বাজারের ফুলতলা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কাজী মোঃ আলাউদ্দিন।

তিনি বলেন, অনেক ঘাত-প্রতিঘাত ও বাধা অতিক্রম করে আমরা আজ জনগণের সামনে এসেছি। একদিনে ‘কাজী আলাউদ্দিন’ নাম তৈরি হয়নি। মানুষের পাশে থেকে উন্নয়নে কাজ করেছি। আমি এমপি থাকাকালীন কালিগঞ্জের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত রাস্তা ঘাট, স্কুল কলেজ, মাদরাসাসহ বহু উন্নয়ন করেছি এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই যেখানে আমার কাজের ছোঁয়া নেই। তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতি থেকে উত্তরণে জনগণই হলো প্রকৃত শক্তি।

বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। এদিনের প্রচারণায় জেলা ও উপজেলা পর্যায়ের বহু নেতাকর্মী অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, এম হাফিজুর রহমান শিমুল, হাসানুজ্জামান প্রমুখ সহ ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।স্থানীয় বাজার ও আশপাশে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে বিএনপির ৩১ দফা ও প্রার্থী কাজী মোঃ আলাউদ্দিনের উন্নয়ন কর্মযজ্ঞ তুলে ধরেন। প্রচারণার মাধ্যমে এলাকায় নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।






সম্পর্কিত সংবাদ

  • না ফেরার দেশে চলে গেলেন আবুল হোসেন মধু
  • দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি: কাজী আলাউদ্দিন
  • কালিগঞ্জে মুহাদ্দিস রবিউল বাশারের গণ-সংযোগ ও নির্বাচনী পথসভা
  • বিএনপির ত্যাগী ও নির্যাতিতদের ব্যানারে ফ্যাসিস্ট আওয়ামী ও জাপা দোষরদের মানববন্ধন
  • কালিগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল, উচ্ছেদ ও নামজারি অপচেষ্টার অভিযোগ
  • দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কালীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার নলতা শরীফ রওজা মোড়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন