ফিংড়ীতে ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের ইউনিয়ন বৈঠক অনুষ্ঠিত
আল মুজাহিদ, ফিংড়ী ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং ফিংড়ী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইউনিয়ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে ফিংড়ী বাজারে অবস্থিত ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহাম্মাদ আশরাফুজ্জামান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হেলাল উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার কর্মপরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক এবং উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মুহা. আনিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মুহা. সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আল মুজাহিদ, এবং যুব বিভাগের সহকারী সেক্রেটারি হাফেজ আনোয়ারুল ইসলাম। এছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যুব সমাজ ইসলামী আন্দোলনের অন্যতম চালিকাশক্তি। যুবকদেরকে ইসলামী দাওয়াতের সঙ্গে সম্পৃক্ত করতে কার্যক্রম আরও বেগবান করতে হবে। পাশাপাশি নির্বাচনী অঙ্গনে ইসলামের পক্ষে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
সবশেষে সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে বৈঠকের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
সম্পর্কিত সংবাদ
সড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান
সাতক্ষীরা প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায়বিস্তারিত…
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ডেস্ক নিউজ :: আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানবিস্তারিত…


