সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করল রুয়েটে প্রশাসন

নিউজ ডেস্ক :; সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসন। শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে রাজনীতি নিষিদ্ধের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সিন্ডিকেটের ১০৫তম (জরুরি) সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ৪৪(৪) ও ৪৪ (৫) ধারা অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাকতে পারবেন না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

অন্য আরেক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং উহার কোনো অঙ্গ সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

এর আগে, সকল প্রকার দলীয় রাজনীতি বন্ধসহ ১২ দফা দাবি জানিয়েছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে রুয়েট ভিসি বরাবর পাঠানো এক চিঠিতে এসব দাবি জানানো হয়।






সম্পর্কিত সংবাদ

  • ডিসেম্বরেই হাইস্কুলে ফিরছে বার্ষিক পরীক্ষা
  • মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা, অর্ধবার্ষিকীর বাকি মূল্যায়ন হচ্ছে না
  • আল আরাফা ইসলামী ব্যাংক বেত্রবতী হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ
  • কালীগঞ্জে সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন
  • এনটিআরসিএ: পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশ
  • এইচএসসি পরীক্ষায় অটোপাস সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিবিসি বাংলার প্রতিবেদন
  • এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল
  • ১৮ লাখ টাকা কুড়িয়ে পেয়ে থানায় জমা দিলেন শিক্ষার্থীরা