ঢেলে সাজাতে চাই ইসলামিক ফাউন্ডেশনকে,ধর্ম উপদেষ্টা
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2024/09/Untitled-12.jpg?resize=300%2C168&ssl=1)
নিউজ ডেস্ক :: শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ত্যাগ করে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা।
আ ফ ম খালিদ হোসেন ইসলামি অঙ্গনে তুমুল জনপ্রিয়। তার মূল নাম আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন। কওমি, আলিয়া ও বিশ্ববিদ্যালয় দেশে প্রচলিত শিক্ষার তিন ধারাতেই তিনি কৃতিত্বের সঙ্গে পড়াশোনা করেছেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী আ ফ ম খালিদ হোসেন শিক্ষা, গবেষণা ও ধর্মীয় বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দেশের ইসলামী ঘরানার প্রায় সবার সমর্থন পেয়েছেন তিনি।
হজ-ওমরাহর সুষ্ঠু ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশনের সংস্কারসহ ধর্ম মন্ত্রণালয় সব কাজে আমূল পরিবর্তনের স্বপ্ন দেখেন আ ফ ম খালিদ হোসেন। সামগ্রিক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন যুগান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন যুগান্তরের সহ সম্পাদক তানজিল আমির। সঙ্গে ছিলেন মুহসিন আল জাবির।
সম্পর্কিত সংবাদ
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/mosque_dhakamail_20250113_171930602.jpg?resize=400%2C200&ssl=1)
১২ শ্রেণির মানুষকে ‘উম্মত নয়’ বলেছেন নবীজি
নবীজির উম্মত হতে পারা সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে নবীজির উম্মত বানিয়েছেন, সেজন্যবিস্তারিত…
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2024/11/download-1.jpeg?resize=280%2C179&ssl=1)
■ পবিত্র আল-কুরআনে বর্ণিত কাহিনীঃ ঐতিহাসিক আসহাবে কাহাফের ঘটনা এবং আমাদের জন্য শিক্ষা!!
নিউজ ডেস্ক :: পবিত্র আল-কুরআনে আল্লাহ্ তা’আলা যে সমস্ত ঘটনা উল্লেখ করেছেন, তার প্রত্যেকটি ঘটনাতেইবিস্তারিত…