হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে বিএনপির সাবেক এমপি আসামি

নিউজ ডেস্ক :: বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিপন ফকির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০৪ জনের নাম উল্লেখ করে ৪০৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এ মামলায় বগুড়া-৪ আসনে বিএনপির টানা চারবারের এমপি ডা. জিয়াউল হক মোল্লাকে আসামি করায় সবাই হতবাক হয়েছেন।
বাদী এজাহারে উল্লেখ করেছেন, তার স্বামী রিপন ফকির গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে বগুড়া শহরের বড়গোলা ঝাউতলা এলাকায় যান। এ সময় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে অন্য আসামিরা ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করলে রিপন ফকির নিহত হন।
মামলার অন্যতম আসামিরা হলেন- সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদ, সাবেক অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার, সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত, সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ, সিআইডির সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, সাবেক এমপি ডা. মোস্তফা আলম নান্নু, সাবেক এমপি রেজাউল করিম বাবলু, জেলা জাসদ সভাপতি সাবেক এমপি রেজাউল করিম তানসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, জেলা আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম মোহন, টি জামান নিকেতা, আসাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি, শুভাশীষ পোদ্দার লিটন প্রমুখ।
মামলায় ১০২ নম্বর আসামি করা হয়েছে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপির টানা চারবারের এমপি ডা. জিয়াউল হক মোল্লাকে। তিনি সর্বশেষ গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
মামলা প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা বলেন, তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। ঘটনার দিন গত ৪ আগস্ট ঢাকায় ছিলেন। বিএনপির কেন্দ্রীয় সদস্য ছিলেন। কেন আওয়ামী লীগের সঙ্গে হামলা করতে যাবেন?
তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য প্রতিপক্ষরা তাকে মামলায় জড়িয়েছেন। ঢালাওভাবে যাকে-তাকে আসামি করলে ভুক্তভোগীরা সুবিচার বঞ্চিত হতে পারেন বলে সাবেক এমপি মন্তব্য করেন।সূত্র ; যুগান্তর
সম্পর্কিত সংবাদ

মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থানের চেতনায় এগিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার
নিউজ ডেস্ক :: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ওবিস্তারিত…

চট্টগ্রামে কোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ, গ্রেপ্তার ২
নিউজ ডেস্ক :: ট্টগ্রামের হাটহাজারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৬ হাজার ৩৮০ কার্টন ভারতীয়বিস্তারিত…